Tranding

07:21 PM - 01 Dec 2025

Home / Opinion / ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকায় এই সংশ্লিষ্ট ৫ জেলার ডিএমকে সর্তক থাকতে বললেন মুখ্যসচিব। সূত্রের খবর, হাওড়া, হুগলি, পঃ বর্ধমান-- এই তিন জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা


৫ জেলার ডিএমকে সর্তক থাকার নির্দেশ, সেনা চেয়ে কেন্দ্রকে আগাম চিঠি রাজ্যের...
 
নবান্ন সূত্রের খবর, ডিভিসির জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই জেলাগুলি হল -- হাওড়া, হুগলি, পঃ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া। এই পাঁচ জেলা  নিয়ে আশঙ্কা রয়েছে রাজ্য প্রশাসনের। 


বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকায় এই সংশ্লিষ্ট ৫ জেলার ডিএমকে সর্তক থাকতে বললেন মুখ্যসচিব। সূত্রের খবর, হাওড়া, হুগলি, পঃ বর্ধমান-- এই তিন জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। 


পাশাপাশি, বীরভূম ও বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফকে। ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। 


এদিকে, অজয়ের তোড়ে ভেসে গেছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের ইলামবাজারের সংযোগকারী নির্মীয়মাণ সেতুর বিশাল কাঠামো। ভেসে গেছে পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের সংযোগকারী অস্থায়ী ফেরিঘাটও। 


ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলেই ঘটেছে এই বিপত্তি। এমনই অভিযোগ করলেন  বীরভূমের জেলাশাসক  বিধান রায়। 


তিনি বলেন,  না জানিয়ে ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে ২ দফায় ১ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অজয় তীরবর্তী এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে, কিছু জনকে ত্রাণশিবিরে পাঠানো হয়েছে। 


এর পাশাপাশি, বীরভূমের হিংলো জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় সতর্ক করা হয়েছে জেলার সমস্ত ব্লককে। 


অন্যদিকে, টানা বৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদীর জল। যার জেরে জলবন্দি হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা। পাশাপাশি, রাস্তায় ধস নেমেছে জামুরিয়া ও দুর্গাপুরে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। 

Your Opinion

We hate spam as much as you do