বিশাল আয়তন নিয়ে খড়গ্রাম থানা অবস্থিত হওয়ায় এদিন ভ্রাম্যমান থানার অনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরবর্তীতে প্রত্যন্ত এলাকায় নির্দিষ্ট দিনধার্য করে মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধান সহ এফআইআর করার সুযোগ থাকবে ভ্রাম্যমান থানায়।
খড়গ্রামে ভ্রাম্যমান থানার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ আরক্ষাধক্ষ্য কে শবরী রাজকুমার
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকায় ভ্রাম্যমান থানার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার এলাকার মানুষের সুবিধার কথা ভেবে। শনিবার নগর কৃষকবাজার এলাকায় শতাধিক মানুষ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমান থানায় অভিযোগ দায়ের করলেন। বিশাল আয়তন নিয়ে খড়গ্রাম থানা অবস্থিত হওয়ায় এদিন ভ্রাম্যমান থানার অনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরবর্তীতে প্রত্যন্ত এলাকায় নির্দিষ্ট দিনধার্য করে মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধান সহ এফআইআর করার সুযোগ থাকবে ভ্রাম্যমান থানায়। এদিন কোভিড স্বাস্থ্য বিধি মেনে অল্প সংখ্যক এলাকার মানুষ ও পুলিশের উপস্থিততে ভ্রাম্যমান থানার উদ্বোধন করা হয় খড়গ্রাম থানার পক্ষ থেকে।
এর পাশাপাশি মুর্শিদাবাদে করোনা পরিস্থিতিতে রক্তের যোগান দিতে ও সংকট দূর করতে
মুর্শিদাবাদ জেলা পুলিশের
উদ্যোগে তথা খড়গ্রাম থানার
We hate spam as much as you do