Tranding

02:45 PM - 01 Dec 2025

Home / World / ইজ়রায়েলের হামলার জবাব, ইরানের ১০০ মিসাইলে বিধ্বস্ত তেল আবিব

ইজ়রায়েলের হামলার জবাব, ইরানের ১০০ মিসাইলে বিধ্বস্ত তেল আবিব

ইরানের হামলার পরই গোটা ইজ়রায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। এই হামলার জবাবে নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারি, ‘সাধারণ নাগরিকদের উপর মিসাইল ছুড়ে রেড লাইন পার করে ফেলেছে ইরান। এর চূড়ান্ত ফল পাবে তারা।’

ইজ়রায়েলের হামলার জবাব, ইরানের ১০০ মিসাইলে বিধ্বস্ত তেল আবিব

ইজ়রায়েলের হামলার জবাব, ইরানের ১০০ মিসাইলে বিধ্বস্ত তেল আবিব

14 Jun 2025


মধ্যপ্রাচ্যে বেজে উঠল পরমাণু যুদ্ধের ডঙ্কা। তেহরানের পাল্টা এ বার জ্বলছে তেল আভিভ। ২৪ ঘণ্টা আগে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে যে যুদ্ধ পর্বের হুঙ্কার দিয়েছিল ইজ়রায়েল, এ বার এল তার জবাব। শুক্রবার রাতেই ইজ়রায়েলে বড়সড় মিসাইল হামলা চালিয়েছে ইরান বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।


স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইজ়রায়েলের প্রায় এক ডজনেরও বেশি জায়গায় শতাধিক ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই মিসাইল হামলার ফলে হতাহত ইজ়রায়েলের বহু সাধারণ নাগরিক। কোনও সেনা ঘাঁটি নয়, জনবসতিপূর্ণ এলাকাতেই মিসাইল হামলা চালানো হয়েছে বলে খবর। তেল আভিভ ও জেরুজালেম থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইজ়রায়েলের কমপক্ষে আট শহরে আছড়ে পড়েছে মিসাইল। তেল আভিভের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল আছড়ে পড়তে দেখা গিয়েছে। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ আবাসনে একাংশ। বাকি অংশ জ্বলে ওঠে দাউ দাউ করে। ইজ়রায়েল সংবাদ মাধ্যম কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে। স্বাভাবিক ভাবেই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।

ইরানের হামলার পরই গোটা ইজ়রায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। এই হামলার জবাবে নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারি, ‘সাধারণ নাগরিকদের উপর মিসাইল ছুড়ে রেড লাইন পার করে ফেলেছে ইরান। এর চূড়ান্ত ফল পাবে তারা।’

জানা গিয়েছে, ইজ়রায়েলের অপারেশন রাইজ়িং লা্য়নের জবাবে ইরান নিজের সেনা অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিভিয়র পানিশমেন্ট’ অর্থাৎ ‘অপারেশন চরম শাস্তি’।

উল্লেখ্য,গত ২৪ ঘণ্টায় দু’বার ইজ়রায়েল হামলা চালিয়েছে ইরানে। তখনই ইজ়রায়েলকে ‘ভয়াবহ শাস্তি’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তিনি বলেন, ‘জিওনিস্ট শাসনব্যবস্থাকে এর ভয়াবহ শাস্তি পেতে হবে। ভগবানের দিব্যি, ইসলামিক রিপাবলিকের শক্তিশালী সশস্ত্র বাহিনী শাস্তি না দিয়ে ছাড়বে না। ওদের পায়ের নীচে এনে ফেলব।’

Your Opinion

We hate spam as much as you do