Tranding

07:20 PM - 01 Dec 2025

Home / World / ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে গনবিক্ষোভ

ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে গনবিক্ষোভ

ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। ৮৭ বছর বয়সী হলোকাস্ট থেকে বেঁচে থাকা স্টিফেন কাপোস সংবাদমাধ্যম এএফপিকে বলেন, “এটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ এবং অযৌক্তিক।” তিনি আরও বলেন, “আপনি দুই মিলিয়ন মানুষকে নির্বাসিত করতে পারবেন না, বিশেষ করে যখন আশেপাশের দেশগুলো ইতোমধ্যে বলেছে যে তারা তাদের নেবে না।”

ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে গনবিক্ষোভ

ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে গনবিক্ষোভ

 ১৬ ফেব্রুয়ারি ২০২৫


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজারো ফিলিস্তিনি সমর্থক এই বিক্ষোভে অংশ নেন।  লন্ডনের ওয়েস্টমিনস্টারের হোয়াইট হল থেকে শুরু হয়ে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের দিকে মিছিল করেন। তাদের হাতে ছিল ‘গাজা থেকে হাত সরিয়ে নাও’ লেখা প্ল্যাকার্ড।

 
এছাড়া, বিক্ষোভকারীদের মধ্যে ছিল ‘ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও’, ‘মিস্টার ট্রাম্প, কানাডা আপনার ৫১তম রাজ্য নয়’, ‘গাজা আপনার ৫২তম রাজ্য নয়’ লেখা ব্যানার। গত মাসের শুরুতে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে গাজার ‘দখল’ এবং পুনর্নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন। তার প্রস্তাব ছিল ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার।

ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। ৮৭ বছর বয়সী হলোকাস্ট থেকে বেঁচে থাকা স্টিফেন কাপোস সংবাদমাধ্যম এএফপিকে বলেন, “এটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ এবং অযৌক্তিক।” তিনি আরও বলেন, “আপনি দুই মিলিয়ন মানুষকে নির্বাসিত করতে পারবেন না, বিশেষ করে যখন আশেপাশের দেশগুলো ইতোমধ্যে বলেছে যে তারা তাদের নেবে না।”


প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের (পিএসসি) আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর লন্ডনে অনুষ্ঠিত ২৪তম প্রধান ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ছিল। 

Your Opinion

We hate spam as much as you do