সপ্তমীতে আচমকাই নবান্নে আগুন, ঘটনাস্থলে দমকল ৩ টে গাড়ি-বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন ১৪ তলা ছাদের উপরে কাজ করাকালীনই আচমকাই আগুন লাগে।
মহৃসপ্তমীতে নবান্নের চোদ্দতলায় আগুন, ঘটনাস্থলে দমকল ৩ টে গাড়ি-বিপর্যয় মোকাবিলা বাহিনী
সপ্তমীতে আচমকাই নবান্নে আগুন। ঘটনাস্থলে দমকল ৩ টে গাড়ি ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন ১৪ তলা ছাদের উপরে কাজ করাকালীনই আচমকাই আগুন লাগে। কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের ১৪ তলায় ছাদের উপরে কাজ করা হচ্ছিল। পিকচার লাগানোর সময় তাকে গরম করা হচ্ছিল । সেই হিট দেওয়ার সময় একটি ইলেকক্ট্রিক প্যানেলে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তাকে নিভিয়ে দেওয়া হয়। নবান্নের ১৪ তলার ছাদের উপরে থেকে কিছুটা ধোঁওয়া দেখা যায়। ঘটনার খবর দেওয়া হয় দমকল আধিকারিকদের । খবর পেয়ে দমকল ৩ টে গাড়ি ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক সিইএসসি আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান । তবে এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, নবান্নর ১৪ তলা ছাদের উপরে পিচ লাগানোর সময় তাকে গরম করার জন্য হিট দেওয়া হয়েছিল। গরম দেওয়ার সময় কোনও কারণ বশত একটি ইলেকক্ট্রিক প্যানেলে আগুন লাগে। তবে সেখানে কর্মরত কর্মচারীরা নিভিয়ে ফেলেন।
We hate spam as much as you do