Tranding

07:21 PM - 01 Dec 2025

Home / Other Districts / চাল থেকে মদ, বিষ্ণুপুরের BJP থেকে TMCতে যাওয়া MLA! চলছে IT তল্লাশি

চাল থেকে মদ, বিষ্ণুপুরের BJP থেকে TMCতে যাওয়া MLA! চলছে IT তল্লাশি

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তন্ময় ঘোষ বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে ভোটে জিতেছিলেন। পরবর্তীতে বিধায়ক হওয়ার পর তিনি যোগ দেন তৃণমূলে। বিধানসভার খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক হলেও, তন্ময় ঘোষ এখন তৃণমূলের লোক।

চাল থেকে মদ, বিষ্ণুপুরের BJP থেকে TMCতে যাওয়া MLA! চলছে IT তল্লাশি

চাল থেকে মদ, বিষ্ণুপুরের BJP থেকে TMCতে যাওয়া MLA! চলছে IT তল্লাশি
 
Nov 09, 2023 

বিমা জালিয়াতি থেকে চাল কেলেঙ্কারি সবকিছুতেই বেশ নামি বহু দুর্নীতিতে অভিযুক্ত  যিনি ২০২১ শে বিজেপিতে যুক্ত হয়েছিলেন বিজেপির এমএলএ হয়ে বিষ্ণুপুর থেকে নির্বাচিত হন। হয়ে আবার কয়েক দিনের মধ্যেই তৃণমূলে যুক্ত হয়ে যান। তার নাম তন্ময় ঘোষ

সপুত্র কারামন্ত্রীর পর এবার আয়কর দফতরের নজরে বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের (Bishnupur) বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা  । বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি। ২০২১-এর ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। এদিন সেখানেই তাঁর অফিসে যান আয়কর দফতরের অফিসাররা। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের একটি রাইস মিল রয়েছে। তন্ময় ঘোষের রাইস মিলেও যান আয়কর আধিকারিকরা। 


 টানা ২৪ ঘণ্টা অতিক্রান্ত। এখনও বিষ্ণপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু চালকল নয়, এর পাশাপাশি বিধায়কের কার্যালয়, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিল,লজ ও মদের দোকানেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বুধবার দুপুর ১১টা নাগাদ থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান।

 

গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অন্যান্য সংস্থাগুলি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেও তদন্ত অব্যাহত রয়েছে বিধায়কের পরিবারের মালিকানাধীন রাইস মিলে। উল্লেখ্য, বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় থাকা শিবানী রাইস মিলে গতকাল দুপুর থেকেই অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল। রাইস মিলের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

 

সূত্রের খবর আয়কর দফতরের আধিকারিকরা রাইস মিলের হিসাব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি রাইস মিলের ভারপ্রাপ্ত আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। ওই রাইস মিলে হিসাব বহির্ভূত কোনও লেনদেন হয়েছে কি না তার খোঁজ পেতে চাইছেন গোয়েন্দারা।

 

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তন্ময় ঘোষ বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে ভোটে জিতেছিলেন। পরবর্তীতে বিধায়ক হওয়ার পর তিনি যোগ দেন তৃণমূলে। বিধানসভার খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক হলেও, তন্ময় ঘোষ এখন তৃণমূলের লোক।

এদিকে বিষ্ণুপুরের আয়কর তল্লাশি নিয়ে বিধায়ককে খোঁচা দিতে ছাড়েননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তন্ময় ঘোষ বাড়িতে শুনলাম কেন্দ্রীয় এজেন্সি রেইড করছে। এখানে বিধানসভায় ছিলেন। ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন। কোন দলে আছেন, তিনি নিজেই জানেন না।”

Your Opinion

We hate spam as much as you do