Tranding

02:36 PM - 01 Dec 2025

Home / Other Districts / CBI হেফাজতে লালন শেখের মৃত্যু তদন্ত এবার CID থেকে নিয়ে সিটের হাতে

CBI হেফাজতে লালন শেখের মৃত্যু তদন্ত এবার CID থেকে নিয়ে সিটের হাতে

গত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় বগটুই কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের। লালনকে সিবিআই খুন করেছে বলে অভিযোগ তোলে পরিবার। লালনের পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে চলে তদন্ত। তদন্তভার যায় সিআইডির হাতে।

CBI হেফাজতে লালন শেখের মৃত্যু তদন্ত এবার CID থেকে নিয়ে সিটের হাতে

CBI হেফাজতে লালন শেখের মৃত্যু তদন্ত এবার CID থেকে নিয়ে সিটের হাতে


May 1, 2023 


সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু মামলার তদন্ত করবে রাজ্যই। বগটুই মামলায় কলকাতা হইকোর্টে স্বস্তি মিলল না সিবিআইয়ের। বগটুইকাণ্ডের তদন্তে এবার সিট গঠনের নির্দেশ উচ্চ আদালতের। সিআইডির থেকে তদন্তভার গেল সিটের হাতে। আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের।

গত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় বগটুই কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের। লালনকে সিবিআই খুন করেছে বলে অভিযোগ তোলে পরিবার। লালনের পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে চলে তদন্ত। তদন্তভার যায় সিআইডির হাতে। তবে লালন শেখের মৃত্যু মামলার তদন্তভার তাঁদের হাতেই দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

 

যদিও হাইকোর্ট তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। তবে সিবিআইকে এই মামলায় বেশ কিছু আইনি রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। আপাতত তা বহাল রখা হচ্ছে। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু তদন্তের ভার এবার সিআইডির হাত থেকে নিয়ে সিটের হাতে তুলে দিতে চায় আদালত। আদালতের নাজরদারিতেই এই মামলার তদন্তের নির্দেশ সিটকে। আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে আগামী ১ সপ্তাহের মধ্যে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

এরই পাশাপাশি সিটের তদন্তে সিবিআইকেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তের স্বার্থে কোনও সিবিআই অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তাঁকে সেব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে আদালত।

 

 

Your Opinion

We hate spam as much as you do