Tranding

02:41 PM - 01 Dec 2025

Home / World / ১৯ নভেম্বর একুশের শেষ চন্দ্রগ্রহণ, ৫৮০ বছর পর দীর্ঘতম সময়ের পথে

১৯ নভেম্বর একুশের শেষ চন্দ্রগ্রহণ, ৫৮০ বছর পর দীর্ঘতম সময়ের পথে

৬৫০ বছর পরে হতে পারে এমন ঘটনা। শুক্রবারের চন্দ্রগ্রহণ হল ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ৫৮০ বছরের মধ্যে যে সমস্ত চন্দ্রগ্রহণ হয়েছে, তা এত দীর্ঘসময় স্থায়ী হয়নি।

১৯ নভেম্বর একুশের শেষ  চন্দ্রগ্রহণ,    ৫৮০ বছর পর দীর্ঘতম সময়ের পথে

১৯ নভেম্বর একুশের শেষ  চন্দ্রগ্রহণ,    ৫৮০ বছর পর দীর্ঘতম সময়ের পথে

 

২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর। এদিন সকাল ১১.৩৪-এ চন্দ্রগ্রহণ শুরু হবে এবং বিকাল ৫.৩৩-এ গ্রহণ ছাড়বে। অর্থাৎ গ্রহণ চলবে দীর্ঘ ৩ ঘণ্টা ২৯ মিনিট। সেকেন্ডের হিসেব ধরলে গ্রহণের পারফেক্ট সময় ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড। এত দীর্ঘ সময় চন্দ্রগ্রহণ ৫৮০ বছর আগে হয়েছিল। এর মধ্যে কোনও গ্রহণকাল এত দীর্ঘ হয়নি।

 

একুশের শেষ চন্দ্রগ্রহণে ৫৮০ বছর পর দেখা যাবে এই চমকপ্রদ ঘটনা, আবারও ঘটবে ৬৫০ বছর পর।

 

বছরের শেষ চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর শুক্রবার।  আংশিক চন্দ্রগ্রহণ। কিন্তু এবারের চন্দ্রগ্রহণের এক বিশেষত্ব রয়েছে। যা ঘটেছিল ৫৮০ বছর আগে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, আবারও ৬৫০ বছর পরে হতে পারে এমন ঘটনা। শুক্রবারের চন্দ্রগ্রহণ হল ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ৫৮০ বছরের মধ্যে যে সমস্ত চন্দ্রগ্রহণ হয়েছে, তা এত দীর্ঘসময় স্থায়ী হয়নি।

 

১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।  এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমির অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানান, ৫৮০ বছর আগে অর্থাৎ ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। তারপর আবার ২০২১ সালের ১৯ নভেম্বর দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ হতে চলেছে। আবারও এত দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ হবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি। হিসেব অনুযায়ী ৬৪৮ বছর পর এত দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ দেখা যাবে।

 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, মার্কিন সময় অনুযায়ী ১৮ নভেম্বর ও ১৯ নভেম্বর মাঝরাতে দেখা যাবে আংশিক সময়ের সূগ্রহম। সেই সময় প্রায় সাড়ে তিন ঘণ্টার জন্য পৃথিবীর ছায়ায় আংশিকভাবে ঢাকা পড়ে যাবে চাঁদ। ফলে এই সময় বিশ্বের যে প্রান্তে চাঁদ উঠে যাবে, সেখানে দেখা যাবে চন্দ্রগ্রহণ। বাকি অংশে দেখা যাবে না।

 


বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের খুব কম এলাকায় দেখা যাবে এই দীর্ঘ সময় ধরে হওয়া আংশিক চন্দ্রগ্রহণ। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমির অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি বলেন, একমাত্র অসম ও অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। তবে এই এলাকা থেকে খুব বেশিক্ষণ দেখা যাবে না চন্দ্রগ্রহণ। গ্রহণের একেবারে শেষ অংশে খানিকক্ষণ গ্রহণ দেখতে পারবেন অসম ও অরুণাচল প্রদেশের মানুষ।

 

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘক্ষণ ধরে দেখা যাবে চন্দ্রগ্রহণ। প্রায় পূর্ণ সময় অর্থাৎ ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড ধরেই দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। আর উত্তর-পূ্র্ব ভারতের একাংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ স্বল্প সময়ের জন্য।

Your Opinion

We hate spam as much as you do