Tranding

03:49 PM - 01 Dec 2025

Home / Other Districts / জেলেই টানা জেরার পর গরু পাচারে গ্রেফতার অনুব্রত ইডির হাতে আটক

জেলেই টানা জেরার পর গরু পাচারে গ্রেফতার অনুব্রত ইডির হাতে আটক

অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এরপরেই এই মামলাতেই এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি। ফলে নতুন করে অস্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

জেলেই টানা জেরার পর গরু পাচারে গ্রেফতার অনুব্রত ইডির হাতে আটক

জেলেই টানা জেরার পর গরু পাচারে গ্রেফতার অনুব্রত ইডির হাতে আটক
 

November 17, 2022, 


সকাল থেকে দফায় দফায় জেরা। একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ। আর এরপরেও অনুব্রত মণ্ডলকে গেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে গরু পাচার কাণ্ডে বীরভূমের বেতাজ বাদশাকে গ্রেফতার করে সিবিআই। আর সেই মামলাতে ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন তিনি।

অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এরপরেই এই মামলাতেই এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি। ফলে নতুন করে অস্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

 


গরু পাচার মামলাতে তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর সেই তদন্তে নেমে একাধিক তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই বিষয়ে জানতে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে জেরা করেছে ইডি। শুধু তাই নয়, কেষ্ট মণ্ডলের মেয়ে এবং তাঁদের চার্টাড অ্যাকাউটেন্ট মনিষ কোঠারিকেও জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই দিল্লি থেকে বিশেষ তদন্তকারীরা আসেন কলকাতাতে। আজ আজ বৃহস্পতিবার আসানসোল জেলে পৌঁছে যায় তৃণমূল নেতাকে জেরা করতে।

 

এদিন সকালে একেবারে নির্দিষ্ট ২০ টি প্রশ্নের তালিকা নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যান তদন্তকারীরা। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা জেরা পর্বে বেশ কিছু নথিও দেখানো হয়। এমনকি বিপুল যে টাকার হদিশ পাওয়া গিয়েছে সে বিষয়েও বারবার প্রশ্ন করেন তদন্তকারীরা। কিন্ত্য একাধিক প্রশ্ন অনুব্রত এড়িয়ে যাচ্ছেন বলেই খবর। শুধু তাই নয়, এই বিষয়ে নাকি তিনি কিছুই জানেন না বলেও তদন্তকারীদের জানিয়েছেন। পুরো বিষয়টি মনিষ কোঠারি জানেন বলেও নাকি তদন্তকারীদের জানিয়েছেন অনুব্রত।


কিন্ত্য ইডির তদন্তকারীরা মনে করছেন অনুব্রত মণ্ডল বিভ্রান্ত করছেন। তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও দাবি তদন্তকারীদের। আর এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। তবে এখনই দিল্লি নিয়ে যাওয়া হবে নাকি আগামীকাল শুক্রবার অনুব্রতকে আসানসোল আদালতে তোলা হবে তা নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে ইডির তরফে। তবে যেভাবে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেভাবেই সম্ভবত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হবে।

 

বলে রাখা প্রয়োজন, এর আগে অনুব্রত মণ্ডলের মেয়েকে জেরা করেন ইডি। কিন্তু দীর্ঘ জেরাতে স্পষ্ট সুকন্যা নাকি জানিয়েছেন, পুরো বিষয়টি বাবা দেখতেন। এই বিষয়ে তিনি নাকি কিছুই জানতেন না। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে সুকন্যার নামে একাধিক সংস্থা জমির নাম পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও চালের কল সহ বিপুল সম্পত্তির মালিক তৃণমূল নেতার কন্যা। আর এই সমস্ত বিষয়ে তথ্য জানতেই মরিয়া ইডি।

Your Opinion

We hate spam as much as you do