Tranding

01:43 PM - 01 Dec 2025

Home / Other Districts / "সন্দীপ ঘনিষ্ঠ - থ্রেট " অভিযুক্ত ডাক্তাররা আন্দোলন বিরোধী মঞ্চ বানালো

"সন্দীপ ঘনিষ্ঠ - থ্রেট " অভিযুক্ত ডাক্তাররা আন্দোলন বিরোধী মঞ্চ বানালো

অভিযোগ, শ্রীশ, প্রণয়দের অভিভাবকদের অ্যান্টি র‌্যাগিং কমিটির সদস্য করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।

"সন্দীপ ঘনিষ্ঠ - থ্রেট " অভিযুক্ত ডাক্তাররা আন্দোলন বিরোধী মঞ্চ বানালো

"সন্দীপ ঘনিষ্ঠ - থ্রেট " অভিযুক্ত ডাক্তাররা আন্দোলন বিরোধী মঞ্চ বানালো

 Oct 26, 2024 


সম্প্রতি  জুনিয়র ডাক্তারদের আন্দোলনে উত্তাল হয় শহর। একটানা অনশন করে নিজেদের দাবি জানান তাঁরা। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই অনশন উঠে যায়। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’ নামে মঞ্চের তরফে আন্দোলন চলে। এবার পাল্টা মঞ্চের প্রস্তুতি শুরু হল। থ্রেট কালচারের অভিযোগ উঠেছে যাঁদের বিরুদ্ধে, তাঁরাই এবার পাল্টা মঞ্চ তৈরির ডাক দিলেন। শনিবারই প্রথম সাংবাদিক বৈঠক করবেন তাঁরা।


আরজি করের দুই জুনিয়র চিকিৎসক শ্রীশ মাইতি ও প্রণয় মাইতির উদ্যোগে নতুন মঞ্চ গড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁদের এই কর্মসূচির প্রেক্ষিতে শ্রীশ-প্রণয়কে পাল্টা আক্রমণ শানিয়েছে জুনিয়র ডক্টরস ফোরাম (WBJDF)- এর সদস্যরা। অভিযোগ, শ্রীশ, প্রণয়দের অভিভাবকদের অ্যান্টি র‌্যাগিং কমিটির সদস্য করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।


সন্দীপ ঘোষ মনোনীত সদস্যদের বিচারে অভিযোগকারীদের‌ই দোষী বানানো হত বলে অভিযোগ। নথি প্রকাশ করে এমনটাই দাবি করছে, আরজি করের জুনিয়র চিকিৎসকদের একাংশ।

Your Opinion

We hate spam as much as you do