দীর্ঘ তিন বছরের আন্দোলনের ফলে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
WBSEDCL-র নিয়োগ পরীক্ষায় 'বাংলা ভাষা' পরীক্ষা বাধ্যতামূলক,
দীর্ঘ ৩ বছরের আন্দোলনের ফলে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সব রাজ্য সরকারি চাকরি নিয়োগের আগে লিখিত বাংলা ভাষা পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক করতে হবে, দাবি বাংলাপক্ষের। এই দাবী এর আগে অন্য অনেক সংস্থা করেছিল। বাংলা পক্ষ খুবই জোরালো ভাবে এই দাবী রাখে।
দীর্ঘ তিন বছরের আন্দোলনের ফলে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ। দলের তরফে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়।
বিদ্যুৎ দফতরের চাকরি নিয়োগ পরীক্ষায় প্রথমবার বাংলা ভাষা পরীক্ষা হচ্ছে।
গর্গ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার (WBSEDCL) উচ্চ বেতনের চাকরিতে বহিরাগতদের সংখ্যাধিক্য নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে প্রতিবাদ আন্দোলন করে আসছি। অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরে আমরা পরীক্ষায় বাংলা ভাষায় লিখিত ও মৌখিকের দাবি করেছিলাম।সম্প্রতি সংস্থার চাকুরির বিজ্ঞাপনে আমরা লক্ষ্য করি ৫ নম্বর বাংলা ভাষার লিখিত ও ১৫ নম্বর মৌখিক পরীক্ষার কথা বলা হয়েছে।সেই সঙ্গে পরবর্তীকালে ২৫ নম্বরের লিখিত পরীক্ষা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করার দাবি জানাচ্ছি।
We hate spam as much as you do