Tranding

02:44 PM - 01 Dec 2025

Home / Other Districts / মালদহের ভুতনিতে ভাঙ্গন বিধ্বস্ত মানুষের পাশে বাম নেতৃত্ব সেলিম - বিকাশ - নৌশাদ

মালদহের ভুতনিতে ভাঙ্গন বিধ্বস্ত মানুষের পাশে বাম নেতৃত্ব সেলিম - বিকাশ - নৌশাদ

এদিন সাধারণ মানুষের ও বানভাসি মানুষদের অসুবিধার কথা শোনেন এই প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি ভুতনি চরের মানুষকে আশ্বাস দেন তাদের অসুবিধার কথা ও ভাঙ্গনে দুরবস্থা পরিস্থিতি তারা বিধানসভায় ও রাজ্যসভায় তুলে ধরবে

মালদহের ভুতনিতে ভাঙ্গন বিধ্বস্ত মানুষের পাশে বাম নেতৃত্ব সেলিম - বিকাশ - নৌশাদ

মালদহের ভুতনিতে ভাঙ্গন বিধ্বস্ত মানুষের পাশে বাম নেতৃত্ব সেলিম - বিকাশ - নৌশাদ


টানা বৃষ্টির জেরে বিগত কয়েকদিনে মানিকচক ব্লকের ঘূর্ণিঝড়ের একাংশ গঙ্গা নদী গর্ভে তলিয়ে যায়। পাশাপাশি গদাই চরের কয়েকশো পরিবার গঙ্গা নদীর জলে বন্যায় প্লাবিত হয়। বর্তমানে বানবাসীরা ভুতনির হীরানন্দপুর বাঁধে ঠাঁই নিয়েছে। এদিন মালদহ জেলার মানিকচকের ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল।


এদিন সংযুক্ত মোর্চা পক্ষ থেকে সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফের ভাঙ্গর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী পরিদর্শনে এসেছিলেন। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন মালদহ জেলা সিপিএইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, বামফন্টের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, বামফন্ট নেতা শ্যামল বসাক এবং নেতা কর্মীরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তবে এদিনের পরিদর্শনের কংগ্রেসের পক্ষ থেকে কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।


এদিন সাধারণ মানুষের ও বানভাসি মানুষদের অসুবিধার কথা শোনেন এই প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি ভুতনি চরের মানুষকে আশ্বাস দেন তাদের অসুবিধার কথা ও ভাঙ্গনে দুরবস্থা পরিস্থিতি তারা বিধানসভায় ও রাজ্যসভায় তুলে ধরবে। রবিবার দুপুরে ভুতনির কোশিঘাট এলাকার ভাঙ্গন পরিদর্শনের শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রতিশ্রুতি দেন।

 


এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মহঃ সেলিমরা বলেন, “মালদহের ভাঙ্গনের অবস্থা খুব ভয়াবহ। রাজ্য এবং কেন্দ্র সরকারের অবহেলার ফলে ভুতনি চরের মানুষের দুরবস্থা। বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধ সম্ভব নয়। ভাঙ্গন রোধের জন্য সঠিক পরিকল্পনা দরকার। আমরা ভাঙ্গনের সমস্যা এবং মানুষের অসুবিধার কথা রাজ্যসভায় ও বিধানসভায় তুলে ধরবো। এরপর হলে অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”

Your Opinion

We hate spam as much as you do