Tranding

05:14 PM - 01 Dec 2025

Home / Other Districts / আবার বীরভূম! গ্রামের বাড়িতে বিস্ফোরণ, আহত ২ বালক

আবার বীরভূম! গ্রামের বাড়িতে বিস্ফোরণ, আহত ২ বালক

একডালা গ্রামে একটি বাড়িতে ঘটে এই বিস্ফোরণ। সেই বিস্ফোরণেই দুই বালক আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত বালকদের নাম রোহন শেখ ও সোহন শেখ। শুক্রবার দুপুরে আহত হন তারা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে

আবার বীরভূম! গ্রামের বাড়িতে বিস্ফোরণ, আহত ২ বালক

আবার বীরভূম! গ্রামের বাড়িতে বিস্ফোরণ, আহত ২ বালক
 

Dec 23, 2022 


বাড়িতেই মজুত করা ছিল বিস্ফোরক। সেই বিস্ফোরক ফেটে গুরুতর জখম হল দুই বালক। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্গত একডালা গ্রামে। আহতদের ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। কী থেকে এই বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পরিস্থিতির অবনতি হওয়ায় আহত বালকদের পরে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।


একডালা গ্রামে একটি বাড়িতে ঘটে এই বিস্ফোরণ। সেই বিস্ফোরণেই দুই বালক আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত বালকদের নাম রোহন শেখ ও সোহন শেখ। শুক্রবার দুপুরে আহত হন তারা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। সেখান থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে তাদের। বোমা ফেটে কী এই বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু আহত এক বালকের মায়ের দাবি, তাঁদের বাড়িতে বিয়ে রয়েছে। বিয়ে ফাটানোর জন্য বাজি মজুত করা হয়েছিল। বোমও রাখা ছিল। বিয়ের জন্য রাখা বোম ফাটাতে গিয়েই আহত হয়েছেন তারা।

 বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মাড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী থেকে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Your Opinion

We hate spam as much as you do