Tranding

05:13 PM - 01 Dec 2025

Home / Other Districts / চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে উত্তাল কলকাতা

চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে উত্তাল কলকাতা

এমন পরিস্থিতিতে ‘যোগ্য শিক্ষক -শিক্ষিকা অধিকার মঞ্চ’ ফের নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেয়। সোমবার হাওড়া স্টেশনের সামনে তাঁরা জড়ো হন এবং সেখান থেকেই শুরু হয় মিছিল। অন্যদিকে পুলিশের তরফ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মিছিল আটকাতে অজস্র পুলিশ এদিন রাস্তায় ছিলেন। এক বিশাল বড় গার্ডরেল তৈরি করা হয় ফোরশোর রোডে। আকাশেও ড্রোন উড়ছিল।

চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে উত্তাল কলকাতা

চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে উত্তাল কলকাতা 

14 জুলাই 2025
 
সোমবার চাকরিহারা শিক্ষকদের ‘নবান্ন অভিযান’কে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো মল্লিক ফটকের কাছে। সেখানে মিছিল আটকানো হতেই শুরু হয় দু’পক্ষের মধ্যে জোরদার ধাক্কাধাক্কি। পাশাপাশি, স্লোগানও তোলা হয় আন্দোলনকারীদের তরফ থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ধরপাকড় অভিযান চালু করা হয়েছে পুলিশের তরফ থেকে। পাশাপাশি, তারা মাইকিং করে শান্তি বজায় রাখার অনুরোধ করেছে।


পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি, আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে। যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবি চাকরিহারা শিক্ষকদের। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবি তোলা হবে।


সম্প্রতি, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় ২০১৬ সালের প্যানেল এবং এর জেরে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়। যদিও ঘাসফুল শিবিরও এর পাল্টা দেয় বিরোধীদের এবং দাবি করে যে তাদের চক্রান্তেই চাকরি হারিয়েছেন তাঁরা। পাশাপাশি, রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চাকরিহারাদের চাকরি ফেরত পাইয়ে দেওয়ার জন্য।

এমন পরিস্থিতিতে ‘যোগ্য শিক্ষক -শিক্ষিকা অধিকার মঞ্চ’ ফের নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেয়। সোমবার হাওড়া স্টেশনের সামনে তাঁরা জড়ো হন এবং সেখান থেকেই শুরু হয় মিছিল। অন্যদিকে পুলিশের তরফ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মিছিল আটকাতে অজস্র পুলিশ এদিন রাস্তায় ছিলেন। এক বিশাল বড় গার্ডরেল তৈরি করা হয় ফোরশোর রোডে। আকাশেও ড্রোন উড়ছিল।

মল্লিক ফটক পৌছাতেই শুরু হয় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি। এক ভয়ের পরিবেশ তৈরি হয় সেই চত্বরে এই মিছিল ঘিরে। এবার দেখার বিষয় যে কিভাবে পরিস্থিতির সামাল দেয় রাজ্য সরকার। বিরোধীরাও কি পদক্ষেপ নেয়, সেটাও দেখার। তবে রাজনৈতিক মহল মনে করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে এর বিশাল প্রভাব পড়বে। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে এই ইস্যুকে কেন্দ্র করে শাসক-বিরোধী লড়াই অন্য মাত্রায় পৌঁছাবে।

Your Opinion

We hate spam as much as you do