একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে ঘোষণা করেছেন। আর যারপরই ডিএ আন্দোলনে বসা রাজ্য সরকারি কর্মীদের একাংশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি যে ঘোষণার প্রেক্ষিতে নতুন করে কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করেছেন তাঁরা।
ডিএ'র বেলায় ভাঁড়ার শূণ্য ! মন্ত্রী MLA ভাতা বাড়ল ৪০০০০ করে
7 Sep 2023,
বৃহস্পতিবারের বিধানসভা অধিবেশনে বাংলার বিধায়কদের জন্য দারুণ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় অনেকটা বেতন বাড়ল বাংলার প্রতিটি বিধায়কের। বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের ভাতা বৃদ্ধির ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, দেশের নিরিখে এরাজ্যের বিধায়কেরা সব থেকে কম টাকা মাইনে পান। বাকি রাজ্যের বিধায়কদের বেতন ও ভাতার সঙ্গে তুলনা করেই বাংলার MLA-দের নয়া বেতন নির্ধারিত হয়েছে।
একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে ঘোষণা করেছেন। আর যারপরই ডিএ আন্দোলনে বসা রাজ্য সরকারি কর্মীদের একাংশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি যে ঘোষণার প্রেক্ষিতে নতুন করে কর্মসূচি নেওয়ার কথাও ঘোষণা করেছেন তাঁরা।
এদিকে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলেছেন,'রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ চাইলেই জানানো হয় ভাঁড়ার শূন্য। তাহলে কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে ?' তাঁর আক্রমণ, রাজ্যের সরকারি কর্মীদের, খেটে-খাওয়া মানুষদের প্রাপ্য অর্থ তাঁরা পাননা। বাড়ে না মজুরি। কিন্তু তেলা মাথায় তেল ঠিক পড়ে।
প্রসঙ্গত, বিধায়কদের বেতন ছিল ২১ হাজার টাকা, ভাতা ৬০ হাজার টাকা। যার ফলে বিধায়করা পেতেন মোট ৮১ হাজার টাকা। সেখান থেকে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির পর বিধায়করা (MLA Salary) এবার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। যে ঘোষণার পরই রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন।
সরকারি কর্মীদের একাংশের দাবি, কর্মীদের জন্য বরাদ্দ বাবদ কেন্দ্র থেকে প্রাপ্য কোনও অর্থ বাকি নেই বলেই জানিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেক্ষেত্রে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও হয়েছে ৬৪ হাজার কোটি। বাকি ৯ হাজার কোটি টাকার হিসেব কোথায়, সে সম্পর্কে রাজ্য সরকার কোনও পরিষ্কার তথ্য সামনে আনেনি বলেই দাবি তাঁদের।
২২৪ দিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশের ডিএ চেয়ে আন্দোলন জারি রয়েছে বলেই দাবি তাঁদের। আর মন্ত্রী-বিধায়কদরে বেতন বাড়লেও দীর্ঘদিন ধরে রাজ্যের ফাঁকা পড়ে থাকা একাধিক আসনে স্থায়ী নিয়োগের পথে রাজ্য সরকার হাঁটছে না বলেই অভিযোগ তাঁদের। ইতিমধ্যে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে ফের একবার অক্টোবর মাসে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল আগেই, এবার বিধায়কদের বেতন বৃদ্ধির প্রতিবাদেও রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ প্রতিবাদে সামিল হয়ে কর্মসূচি নেবে বলেই জানানো হয়েছে তাঁদের তরফে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন যে প্রত্যেক বিধায়ক, প্রতিমন্ত্রী ও মন্ত্রীদের ৪০ হাজার টাকা করে ভাতা বাড়ানোর ঘোষণা করেন। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন-ভাতা অপরিবর্তিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পর বর্তমানে মন্ত্রী বিধায়কদের বেতন কত হল এক নজরে পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ দাঁড়াল
আগে বেতন ছিল ১,১০,০০০
এখন বেতন হল ১,৫০,০০০ (প্রায়)
রাষ্ট্র মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ
আগে বেতন ছিল ১,০৯,৯০০
এখন বেতন হল ১,৪৯,৯০০ (প্রায়)
বিধায়কদের মোট বেতন ভাতা সহ
আগে বেতন ছিল- ৮১, ০০০
এখন বেতন হল- ১,২১,০০০ (প্রায়)
উল্লেখ্য, বাংলার বিধায়ক ও মন্ত্রীদের মাসিক বেতন হল মূল বেতন, ভাতা এবং অধিবেশনে যোগদানের জন্য প্রাপ্ত ভাতার মূল। আসল বেতনের বৃদ্ধির বাকি ভাতা মিলিয়েই বিধায়ক, মন্ত্রীদের বেতন পৌঁছল দেড় লাখের কোটায়। এদিন বেতন বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এও স্পষ্ট বিধায়কদের বেতন কাঠামো পরিবর্তিত হলেও অপরিবর্তিত থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন পরিকাঠামো। যদিও বেতন বা ভাতার এক পয়সাও নেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধায়ক, মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণার বিরোধিতায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এই ঘোষণার সমর্থন করছি না। তীব্র বিরোধিতা করছি। আইসিডিএস কর্মী, প্রাণী বন্ধু সহ সরকারী কর্মীদের বেতন বাড়ানো হলে খুশি হতাম। ডিএ দেওয়া হচ্ছে না। সেখানে এই ঘোষণার সমর্থন করছি না।' উল্লেখ্য, সম্প্রতি অন্যান্য রাজ্যেও বিধায়কদের বেতন বৃদ্ধি হয়েছে। চলতি বছরের মার্চ মাসে দিল্লির বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১৩৬ শতাংশ হারে বাড়ানো হয় বেতন।
We hate spam as much as you do