Tranding

03:45 PM - 01 Dec 2025

Home / Other Districts / ইউসুফ পাঠানকে নাপছন্দ, শতাধিক তৃণমূল কর্মী অধীরের সাথে যোগ দিল

ইউসুফ পাঠানকে নাপছন্দ, শতাধিক তৃণমূল কর্মী অধীরের সাথে যোগ দিল

সোমবার দুপুরে বহরমপুর জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। সদ্য কংগ্রেসে যোগদান করা এক তৃণমূল কর্মী শহিদুল শেখ বলেন, “আমি আগে তৃণমূল করতাম। বহরমপুরে এমন একজনকে প্রার্থী করা হল যাকে ভোট দিলে তৃণমূল পাশ করবে না। উল্টে দেখব বিজেপি জিতবে। তাই কাছের মানুষ, কাজের মানুষ অধীর চৌধুরীর দলে যোগদান করলাম।

ইউসুফ পাঠানকে নাপছন্দ, শতাধিক তৃণমূল কর্মী অধীরের সাথে যোগ দিল

ইউসুফ পাঠানকে নাপছন্দ, শতাধিক তৃণমূল কর্মী অধীরের সাথে যোগ দিল

Mar 11, 2024 | 3:01 PM


 ভাঙন তৃণমূল কংগ্রসে। বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানকে পছন্দ হয়নি। তাই দল ছাড়লেন শতাধিক তৃণমূল কর্মী। সকলেই যোগদান করলেন কংগ্রেসে। দলনেতা অধীর চৌধুরীর কাছ থেকে তুলে নিলেন হাত পতাকা।

সোমবার দুপুরে বহরমপুর জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। সদ্য কংগ্রেসে যোগদান করা এক তৃণমূল কর্মী শহিদুল শেখ বলেন, “আমি আগে তৃণমূল করতাম। বহরমপুরে এমন একজনকে প্রার্থী করা হল যাকে ভোট দিলে তৃণমূল পাশ করবে না। উল্টে দেখব বিজেপি জিতবে। তাই কাছের মানুষ, কাজের মানুষ অধীর চৌধুরীর দলে যোগদান করলাম। ওনাকে সব সময় পাশে পাব। প্রয়োজনে কাছে পাব। দরকারে সব সময় উনি থাকেন। তাই আমি এই দলে যোগ দিলাম।” এ দিন যোগদান সভা থেকে অধীর চৌধুরী বলেন, “নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পরও তৃণমূল কর্মীরা দল ছেড়ে কংগ্রেসে আসছেন এটা আমাদের কাছ বড় পাওনা।”

Your Opinion

We hate spam as much as you do