কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। কোনও বিভাগ খোলেনি। যোগমায়া দেবী কলেজেও গেটের বাইরে চলছে বিক্ষোভ।
বকেয়া DA-র দাবিতে আজ সরকারি কর্মীদের ধর্মঘট, বিক্ষোভ বাড়ছে
10 Mar 2023,
বকেয়া DA-র (DA Hike) দাবিতে আজ রাজ্য জুড়ে সরকারি অফিসে ধর্মঘটের (Strike) ডাক। সরকারি কর্মচারীদের একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সমর্থন করছে বাম এবং বিজেপি। এদিকে নবান্নের হুঁশিয়ারি, কাজে অনুপস্থিত থাকলে চাকরি জীবন থেকে কমবে একটা দিন।
কর্মচারীদের হাজিরা নিশ্চিত করতে কড়া নির্দেশিকা জারি হয়েছে। ১০ মার্চ কোনও রাজ্য সরকারি কর্মীর ক্যাজুয়াল লিভ, প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধে হাফ ডে ছুটি বা গোটা দিনের জন্য ছুটির আবেদন গ্রাহ্য করা হবে না। সবাইকে অফিসে উপস্থিত থাকতেই হবে।
বকেয়া DA নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘট, বিক্ষোভ। হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী নিজেই নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের। কোনও বিভাগ খোলেনি। যোগমায়া দেবী কলেজেও গেটের বাইরে চলছে বিক্ষোভ।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও সমর্থন
দুর্গাপুর ইস্পাত কারখানায় চলছে আন্দোলনরত কর্মচারীদের বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও তাদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছেন। বাঁকুড়ার একাধিক দফতরে চলছে বিক্ষোভ, স্লোগান।
মহাকরণে আই কার্ড দেখিয়ে কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে। ধর্মঘট করতে পিকেটিং করতে গেলে পুলিশ সরিয়ে দেয়। কর্মচারীদের ভিড় আজ চোখে পড়ার মতো নয়। আসছেন কিছু কর্মচারী।
রাজ্যের স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে ঝাড়গ্রাম শহরের মর্নিং স্কুলগুলিতে গিয়ে বিক্ষোভ দেখায় এবং স্কুল বন্ধ করে দেয় ধর্মঘট এর ডাক দেওয়া যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা।
জলপাইগুড়িতে ABPTA সংগঠনের ধর্মঘট পালন। জলপাইগুড়িতে সাত সকালেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ABPTA সংগঠনের ধর্মঘটের সমর্থন। স্কুলে এসেও ফিরে গেলেন স্কুলের পড়ুয়ারা। প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারা স্কুলের বাইরে দাঁড়িয়ে রইলেন। এই ছবি দেখা গেল সুনীতি বালা সদর প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলে।
শুধুমাত্র চারটি শর্তে ছাড় দেওয়া হয়েছে- কোনও কর্মী যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, পরিবারের কারও মৃত্যু-শোক, ভীষণ অসুস্থতার জেরে ৯ মার্চের আগে থেকেই ছুটিতে রয়েছেন এবং যে সব কর্মীর চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ ও আর্নড লিভ ৯ মার্চের আগে অনুমোদন পেয়েছে।
যদি কোনও কর্মী ১০ মার্চ অফিসে উপস্থিত না থাকেন, তা হলে তাঁকে শোকজ করা হবে। বকেয়া ডিএ-র দাবিতে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল সরকারি কর্মচারিদের সংগঠন যৌথ মঞ্চ। সেই দাবি নিয়েই আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক।
We hate spam as much as you do