যাদবপুর বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ হবে বলে কোর্টের বৈঠকে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যাম্পাসে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত এ প্রসঙ্গেও মুখ খোলেন সিভি আনন্দ বোস।
অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ হবে যাদবপুরে, রাজ্যপাল বৈঠক শেষে জানালেন
August 16, 2023
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের জরুরি বৈঠকে সহ উপাচার্য এর থেকে বিস্তারিত রিপোর্ট নিল রাজ্যপাল। রাজ্যপাল যাওয়ার পর কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে তা সহ উপাচার্য থেকে জানতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এখনও পর্যন্ত যাদবপুর কী কী পদক্ষেপ নিয়েছে গোটা বিষয়টি নিয়ে সেই বিষয়ে রাজ্যপাল কে রিপোর্ট দেয় সহ উপাচার্য। বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন উপাচার্য নেই। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় না ছয় মাস ধরে। রাজ্যপালের সঙ্গে বৈঠকে কার্যত ক্ষোভ প্রকাশ কোর্টের সদস্যদের।
এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী। কোর্টের বৈঠকে উপস্থিত থেকে কয়েকজন সদস্য বিশ্ববিদ্যালয়ের উপরেই আঙুল তোলেন রাজ্যপালের সামনে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ হবে বলে কোর্টের বৈঠকে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যাম্পাসে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত এ প্রসঙ্গেও মুখ খোলেন সিভি আনন্দ বোস।
“এখনও পর্যন্ত যা পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে তা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি প্রশাসনিক সচল অবস্থা ফিরে আসবে।” বৈঠকে জানান রাজ্যপাল।
বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক ডাকেন রাজ্যপাল। বুধবার বিকেল নাগাদ রাজভবনে ডাকা হয় এই বিশেষ বৈঠক।
We hate spam as much as you do