জানি সে ফিরিবে নব কলেবরে, রচিবে প্রেমের বাণী, জানি একদিন ছুটিবে তাহার সোনার কলমখানি।
কবিতা
আমার রবি
এক যে ছিল রাজা
আমার রবি
মেঘদূত অঙ্কন
যে প্রভাত আমি দেখিতে চাহি না
কেন সে প্রভাত আসে?
দুর্দিনে মোর অন্তরাত্মা
অশ্রুধারায় ভাসে!
যে প্রভাতের প্রাচীর ভেদিয়া
ফোটে না রবির আলো,
মহা উল্লাসে শ্রাবণ মেঘের
উপচিয়া পড়ে কালো --
নবীন রবির তেজোদীপ্ত
আলোর পরশ হারায় --
দেখিতে চাহি না আমি সেই ক্ষণ
অঝোর শ্রাবণধারায়!
জানি সে ফিরিবে নব কলেবরে,
রচিবে প্রেমের বাণী,
জানি একদিন ছুটিবে তাহার
সোনার কলমখানি।
জানি আসিবেই সেই সে প্রভাত
উঠিবে জয়ধ্বনি,
ফুটিবে গগনে রবির প্রভা
মোরা সে সময় গণি।
শ্রাবণের শেষে মহা সমারোহে
অনন্ত বৈভবে,
আমার রবি ফিরিবে আলোর
আনন্দ উৎসবে।
এক যে ছিল রাজা
হারান মন্ডল
এক যে ছিল রাজা
তিনি নিত্য-নতুন ফরমান করতেন জারি।
একদিন তিনি দিলেন কড়া আদেশ -
' রাজ্যে যত আছে চোর-বদমায়েশ, দাঁড় করাও সারি করে।'
চারিদিকে হই হই কান্ড
গোয়েন্দা প্রধান ছুটল এদিক-ওদিক।
শ'য়ে শ'য়ে পড়ল ধরা
রাজার মন্ত্রী -উজির-বিদূষক-সাহিত্যিক ।
রাজ্য জুড়ে শুধুই চলল রাজার বদনাম
সিংহাসন টলমল; ছুটল রাজার নিদ্রা-আহার।
প্রজারা সবাই অবাক মানে ,
এ দেখছি, ঠগ বাছতে গাঁ উজাড়!!
We hate spam as much as you do