Tranding

05:55 PM - 01 Dec 2025

Home / Other Districts / গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ২৮২০ জনকে নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা

গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ২৮২০ জনকে নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা

বৃহস্পতিবার স্কুলে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ২৮২০ জনের চাকরি বাতিল করতে SSC ও বোর্ডকে শুক্রবার বেলা ১২ টার মধ্যে চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, যারা এতদিন আইন মানেনি তাদের চাকরিতে রাখা যাবে না আর একদিনও। শুক্রবার বেলা ১২ টায় SSC-র হলফনামা দেখার পর এই মামলায় পরবর্তী নির্দেশ দেবে আদালত।

গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ২৮২০ জনকে নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা

গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ২৮২০ জনকে নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা
 
10 Feb 2023


 এবার স্কুলের গ্ৰুপ ডি কর্মী নিয়োগ মামলায় বড় সিদ্ধান্ত নেওয়ার পথে কলকাতা হাইকোর্ট। ২৮২০ জনের চাকরি বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। SSC ও বোর্ডকে শুক্রবার বেলা ১২টার মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, SSC-র গ্রুপ ডি পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। সেখানে OMR শিট বিকৃত করার বিষয়টি আদালতে জানানো হয়েছিল তদন্তকারী সংস্থা CBI-এর তরফে। এরপর গত ২৪ জানুয়ারি SSC-কে ৪৪৮৭ জন গ্রুপ ডি কর্মী , পাশাপাশি ওয়েটিং লিস্টের প্রার্থীদের OMR শিট ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।


বৃহস্পতিবার স্কুলে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় ২৮২০ জনের চাকরি বাতিল করতে SSC ও বোর্ডকে শুক্রবার বেলা ১২ টার মধ্যে চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, যারা এতদিন আইন মানেনি তাদের চাকরিতে রাখা যাবে না আর একদিনও। শুক্রবার বেলা ১২ টায় SSC-র হলফনামা দেখার পর এই মামলায় পরবর্তী নির্দেশ দেবে আদালত। আইনজীবীদের ব্যাখ্যা, SSC হলফনামা দিয়ে এই সব কর্মীদের বেআইনি নিয়োগ হয়েছে জানানোর পরেই আদালত তাদের বরখাস্তের চূড়ান্ত নির্দেশ দিতে পারে। উল্লেখ্য, গ্রুপ ডি কর্মী হিসেবে ৪৪৮৭ জনকে নিয়োগ করেছিল SSC। তাঁদের মধ্যে ২৮২০ জনকে নিয়ম না মেনেই চাকরি দেওয়া হয়েছিল বলে আদালতে এদিন জানায় CBI।


প্রসঙ্গত, এর আগে আরও ৬০৭ জন চতুর্থ শ্রেণীর কর্মীর বেআইনি নিয়োগের বিষয়টি সামনে আসার পর তাদের তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত।আদালতে স্কুল সার্ভিস কমিশন(SSC) জানায়, CBI তদন্তে ২৮১৯ জনের উত্তরপত্র (OMR শিট) কারচুপি করা হয়েছে বলে উঠে এসেছে। আমরাও তা খতিয়ে দেখেছি। কারচুপির বিষয়ে কোনও সন্দেহ নেই। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আপনারাই যখন বলছেন কোনও সন্দেহ নেই ২৮১৯ জনের OMR শিট কারচুপির বিষয়ে সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদের করতে হবে। প্রথমে আলাদা ভাবে এই প্রার্থীদের নাম ফের প্রকাশ করা হোক SSC-র সাইটে এরপর তাঁদের নিয়োগ বাতিল করুন। এই পুরো বিষয়টি ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে।" পাশাপাশি বেআইনি নিয়োগের নেপথ্যে কোনও অদৃশ্য হাত রয়েছে কিনা এবার তা দেখার পালা বলে পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
 

Your Opinion

We hate spam as much as you do