আবে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এক এন এইচ কে রিপোর্টারের বয়ান অনুযায়ী, সকাল ১১:৩০ নাগাদ আবের বক্তৃতার সময়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক জনকে অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়েছে
প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে গুরুতর আহত
8th july2022
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময়ে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সম্প্রচারক এন এইচ কে জানিয়েছে যে বেশ কয়েকবার গুলির আওয়াজ শোনা যায়।
তার পরেই আবে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এক এন এইচ কে রিপোর্টারের বয়ান অনুযায়ী, সকাল ১১:৩০ নাগাদ আবের বক্তৃতার সময়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক জনকে অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আবে যখন বক্তৃতায় মগ্ন তখনই আচমকা পিছন দিক থেকে গুলি চালানো হয়।
We hate spam as much as you do