বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কে, সৎ রঞ্জন গ্রেপ্তার হয়েছে তো? হ্যাঁ, আমি জানি।’’ এরপর রীতিমতো সংশয় প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কিন্তু কী হবে? কিছুই হবে না। গত ৭-৮ মাস ধরে তো তদন্ত চলছে। এখন তাঁকে গ্রেপ্তার করে কী হবে?’’
'কিছুই হবে না' সৎ রঞ্জনের গ্রেপ্তার নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাঞ্চল্যকর মন্তব্য,
১৮ ফেব্রুয়ারি ২০২৩
নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন সিবিআই তালিকায় নাম উঠেছে উপেন বিশ্বাস কথিত বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের নাম। এতদিন যাবত তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে চন্দন মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বোকা বানাচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি তাঁকে শুক্রবার গ্রেপ্তার করল সিবিআই। চন্দন মণ্ডলের গ্রেপ্তারির খবর পৌঁছায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কানে। আর তারপরেই তিনি করলেন চাঞ্চল্যকর মন্তব্য।
জানা গিয়েছে, চন্দন মণ্ডলের গ্রেপ্তারির খবর পাওয়ার পর প্রথমেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কে, সৎ রঞ্জন গ্রেপ্তার হয়েছে তো? হ্যাঁ, আমি জানি।’’ এরপর রীতিমতো সংশয় প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কিন্তু কী হবে? কিছুই হবে না। গত ৭-৮ মাস ধরে তো তদন্ত চলছে। এখন তাঁকে গ্রেপ্তার করে কী হবে?’’ কার্যত নিয়োগ তদন্তে সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য কার্যত সিবিআইয়ের তদন্তের প্রতি প্রশ্ন তুলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
We hate spam as much as you do