রাজ্যপালকে দেখে এগিয়ে আসেন কিছু ISF কর্মী। তাঁদের একাংশ দাবি করেছিলেন, "শওকত মোল্লার নেতৃত্বে কিছু দুষ্কৃতী দাপিয়ে বেড়িয়েছে।" এরপরেই নিজের সঙ্গে থাকা অফিসদের রাজ্যপাল প্রশ্ন করেন, "হু ইজ শওকত মোল্লা (শওকত মোল্লা কে)?" তাঁরা জবাব দিয়েছিলেন, শওকত ক্যানিং পূর্বের বিধায়ক।
শওকতের Z-ক্যাটাগরি, ভাঙড়বাসীর কি হবে? নৌশাদের অভিযোগ
18 Jun 2023
পঞ্চায়েত ভোটের মুখে আলোচনায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানা গিয়েছে, তাঁর নিরাপত্তা বাড়িয়ে জেড ক্যাটাগরি করা হয়েছে।
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল ভাঙড়। এরপর বিভিন্ন সময় শিরোনামে উঠে এসেছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নাম। শনিবার পঞ্চায়েত ভোটের আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে দলীয় নেতৃত্ব। এরপরেই তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়, ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব থাকছেন শওকত মোল্লার উপর।
দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হল শওকত মোল্লার নিরাপত্তাও। জানা গিয়েছে, এই তৃণমূল বিধায়ককে এবার দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হল শওকত মোল্লার নিরাপত্তাও। জানা গিয়েছে, এই তৃণমূল বিধায়ককে এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।
পঞ্চায়েত ভোটের মুখে শওকত মোল্লার নিরাপত্তা বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পক্ষপাতযুক্ত বলে মনে করা হচ্ছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে দফায় দফায় তপ্ত হয়েছে ভাঙড়। চলছে গুলি, বাদ যায়নি বোমাবাজিও। এমনকী, মনোনয়নের শেষ দিনে তিন জনের মৃত্যু হয়েছে ভাঙড়ে।
এই গোটা ঘটনায় ISF এবং তৃণমূল একে অপরকে নিশানা করে এবং ISF কর্মীদের মুখে একাধিকবার উঠে এসেছে শওকত মোল্লার নাম। এদিকে শুক্রবার ভাঙড় পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে তিনি বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন।
স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। রাজ্যপালকে দেখে এগিয়ে আসেন কিছু ISF কর্মী। তাঁদের একাংশ দাবি করেছিলেন, "শওকত মোল্লার নেতৃত্বে কিছু দুষ্কৃতী দাপিয়ে বেড়িয়েছে।" এরপরেই নিজের সঙ্গে থাকা অফিসদের রাজ্যপাল প্রশ্ন করেন, "হু ইজ শওকত মোল্লা (শওকত মোল্লা কে)?" তাঁরা জবাব দিয়েছিলেন, শওকত ক্যানিং পূর্বের বিধায়ক।
উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে শওকত মোল্লা দাবি করেছিলেন, তাঁকে 'খুন' করা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সেই সময় শওকত মোল্লা বলেছিলেন, " ISF কর্মীদের আমাকে বস্তাবন্দি করে খালে ফেলার কথা শুনেছিলাম। নওশাদ সিদ্দিকির প্ররোচণাতেই এই সব হচ্ছে বলে মনে করছি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি।"
বিধায়ক নৌশাদ সিদ্দিকী বলেন
" তৃণমূলের শওকতকে z ক্যাটাগরি দিচ্ছে দিক। কিন্তু ভাঙড়বাসীর নিরাপত্তার কি হবে? তাদের জীবন কোন ক্যাটাগরী? "
We hate spam as much as you do