Tranding

02:49 PM - 01 Dec 2025

Home / Other Districts / আমরা রাজনীতির শিকার হচ্ছি না তো! ফার্স্টক্লাস ফার্স্ট, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা

আমরা রাজনীতির শিকার হচ্ছি না তো! ফার্স্টক্লাস ফার্স্ট, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা

রায়গঞ্জের কৃষ্ণমৃত্তিকা সঙ্গীতের শিক্ষিকা। স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তৎকালীন রাজ্যপাল এম কে নারায়নণের হাত থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। যোগ্যতার সেটাই সবচেয়ে বড় প্রমাণ বলে উল্লেখ করেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা বলা হতাশ তিনি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কথায় অন্ধকারে আশার আলো দেখলাম, তবে অনিশ্চয়তা গ্রাস করছে। কোথাও মনে হচ্ছে রাজনীতির গভীর জালে আমরা ফেঁসেছি।”

আমরা রাজনীতির শিকার হচ্ছি না তো! ফার্স্টক্লাস ফার্স্ট, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা

আমরা রাজনীতির শিকার হচ্ছি না তো! ফার্স্টক্লাস ফার্স্ট, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা
 

 Apr 08, 2025


 ‘আমরা রাজনীতির শিকার হচ্ছি, নিজেদের ফুটবল মনে হচ্ছে। একদিক থেকে আর এক দিকে ছুড়ে ফেলা হচ্ছে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বক্তব্য শোনার পর এমনটাই বলছেন রায়গঞ্জের চাকরিহারা শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা নাথ। তাঁর দাবি, রাজনীতির গভীর জালে জড়িয়ে যাচ্ছেন তাঁরা। সোমবার চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুখোমুখি হয়ে মমতা বলেছেন, দু মাস স্বেচ্ছাশ্রম দিতে। বিকল্প ব্যবস্থা তিনি করবেন বলে আশ্বস্ত করেছেন।

রায়গঞ্জের কৃষ্ণমৃত্তিকা সঙ্গীতের শিক্ষিকা। স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তৎকালীন রাজ্যপাল এম কে নারায়নণের হাত থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। যোগ্যতার সেটাই সবচেয়ে বড় প্রমাণ বলে উল্লেখ করেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা বলা হতাশ তিনি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কথায় অন্ধকারে আশার আলো দেখলাম, তবে অনিশ্চয়তা গ্রাস করছে। কোথাও মনে হচ্ছে রাজনীতির গভীর জালে আমরা ফেঁসেছি।”

কৃষ্ণমৃত্তিকার স্পষ্ট বক্তব্য়, রাজনীতি নয়। পূর্ণ সম্মানে ফেরানো হোক কর্মজীবন। তিনি বলেন, “সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। জানিনা সমাজ কিভাবে আগামীতে চলবে। দুমাস পর যদি ইতিবাচক কিছু না হয়, সে ক্ষেত্রে বেঁচে থাকব কি না থাকব সেটাই বড় প্রশ্ন।” 

Your Opinion

We hate spam as much as you do