জানা গিয়েছে, বদর শেখ নামে ওই প্রার্থী সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ও রঘুনাথগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির প্রার্থী। তাঁর ছেলে মকবুল শেখকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের স্ত্রী বলেন, “ওরা ঘরের ভিতর ঢুকে তোলপাড় চালাচ্ছিল। আমাদের ফোন কেড়ে নেয়। কাউকে ফোনে জানাতেই পারছিলাম না।তুলে নিয়ে গিয়ে গুলি করল, কোপাল।”
জঙ্গিপুরে সিপিআইএম প্রার্থীকে ‘গুলি’, ছেলেকে হাঁসুয়া কোপ
Jul 06, 2023
পঞ্চায়েত নির্বাচনের আর একটা দিন বাকি। হিংসা অব্যহত। জঙ্গিপুরে সাদিপুরে এক সিপিআইএম প্রার্থীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। তাঁকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, সিপিআইএম প্রার্থীর ছেলেকেও তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় দু’জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বদর শেখ নামে ওই প্রার্থী সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ও রঘুনাথগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির প্রার্থী। তাঁর ছেলে মকবুল শেখকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের স্ত্রী বলেন, “ওরা ঘরের ভিতর ঢুকে তোলপাড় চালাচ্ছিল। আমাদের ফোন কেড়ে নেয়। কাউকে ফোনে জানাতেই পারছিলাম না।তুলে নিয়ে গিয়ে গুলি করল, কোপাল।”
সিপিআইএম নেতা সোমনাথ সিংহ রায়ের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। দুষ্কৃতীরা প্রথমে বদরের পরিবারের লোকজনের মোবাইল কেড়ে নেয়। তারপর ওই প্রার্থীর উপর হামলা চালায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিএম নেতৃত্ব। অভিযোগ জানানোর প্রায় দু’ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে যায় বলে পরিবারের দাবি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মুর্শিদাবাদের বেলডাঙার মহেশপুরেই বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় কামাল শেখ নামে এক ব্যক্তির। নির্বাচনের আবহে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছেই। রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে পুলিশও। তবুও নিত্য রাজ্যে অশান্তির ঘটনায় তা নিয়ে প্রশ্ন উঠছেই।
We hate spam as much as you do