Tranding

05:00 PM - 01 Dec 2025

Home / Other Districts / হঠাৎ অনুব্রত ‘আমি যাব না’ গাড়ি, পুলিশ সব আপাতত ফিরে গেল

হঠাৎ অনুব্রত ‘আমি যাব না’ গাড়ি, পুলিশ সব আপাতত ফিরে গেল

চিকিৎসা করাতে কেন আপত্তি, তা অবশ্য বোঝা যাচ্ছে না। শনিবার হাসপাতালে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এদিন সকালে আসানসোল আদালতে বিচারক অনুব্রতকে জিজ্ঞাসা করেন শরীর কেমন আছে? জবাবে অনুব্রত মণ্ডল প্রথমে ভাল আছেন জানালেও, পরে বলেন, শরীর ভাল নেই। ফিসচুলার সমস্যা কষ্ট দিচ্ছে। ফিসচুলা ফেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে।

হঠাৎ অনুব্রত ‘আমি যাব না’ গাড়ি, পুলিশ সব আপাতত ফিরে গেল

হঠাৎ অনুব্রত ‘আমি যাব না’ গাড়ি, পুলিশ সব আপাতত ফিরে গেল

Mar 03, 2023 


অনুব্রত মণ্ডলের দিল্লি যাচ্ছেন না।শুক্রবার সকাল থেকে এটাই ছিল সবথেকে বড় খবর । একদিকে ফিসচুলায় কষ্ট পাচ্ছেন, তার ওপর কলকাতা থেকে দিল্লি, জোড়া মামলাও পিছিয়ে গিয়েছে অনুব্রতর। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত যে খুব একটা স্বস্তিতে নেই, তা বলাই বাহুল্য! ফিসচুলার কষ্ট দূর করতে তাঁর চিকিৎসার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো সব ব্যবস্থাও হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। হাসপাতালকেও জানানো হয়েছিল অনুব্রতকে নিয়ে যাওয়ার কথা। পুলিশ, গাড়ি সব প্রস্তুত। হঠাৎ নাকি বেঁকে বসেন অনুব্রত। বলে বসেন, ‘আমি যাব না।’


শনিবার কলকাতা হাইকোর্টে অনুব্রতর করা মামলার শুনানি হবে। তাই আইনি বাধা না থাকলেও শুক্রবার তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা হয়নি। জানা যায়, সন্ধ্যায় তাঁকে আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। ব্যারিকেড সাজানো হয়, আসানসোল জেলের বাইরে গাড়িও পৌঁছে যায় সময় মতো। অনুব্রতর চিকিৎসার ব্যবস্থা করার জন্য হাসপাতালকে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু ঘড়ির কাঁটা এগোতে থাকে। জেল থেকে বেরোন না অনুব্রত। জেল সূত্রে জানা যায়, তিনি নিজেই যেতে চাননি। জেল কর্তৃপক্ষকে সে কথা নিজেই জানিয়ে দেন তিনি।

চিকিৎসা করাতে কেন আপত্তি, তা অবশ্য বোঝা যাচ্ছে না। শনিবার হাসপাতালে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এদিন সকালে আসানসোল আদালতে বিচারক অনুব্রতকে জিজ্ঞাসা করেন শরীর কেমন আছে? জবাবে অনুব্রত মণ্ডল প্রথমে ভাল আছেন জানালেও, পরে বলেন, শরীর ভাল নেই। ফিসচুলার সমস্যা কষ্ট দিচ্ছে। ফিসচুলা ফেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে। অনুব্রত মণ্ডলের মুখে শারীরিক অবস্থার এই কথা শুনে বিচারক বলেন, ‘জেল কর্তৃপক্ষকে বলে দিচ্ছি যেন ভাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।’


উল্লেখ্য, দিল্লি যাওয়া আটকাতে কলকাতা হাইকোর্ট ও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে শনিবার সেই মামলার শুনানি হবে আর দিল্লি হাইকোর্টে শুনানি হবে পরের সপ্তাহে।

Your Opinion

We hate spam as much as you do