Tranding

02:17 PM - 01 Dec 2025

Home / Others / প্রতিষ্ঠা দিবসে কবিগুরুর স্বপ্ননীড় বিশ্বভারতী

প্রতিষ্ঠা দিবসে কবিগুরুর স্বপ্ননীড় বিশ্বভারতী

১৯১৮ সালের ২৩ ডিসেম্বর 'বিশ্বভারতী'র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ। ১৯২১ সালের ২৩ ডিসেম্বর (১৩২৮ বঙ্গাব্দের ৮ পৌষ) রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিষ্ঠা দিবসে কবিগুরুর স্বপ্ননীড়  বিশ্বভারতী


প্রতিষ্ঠা দিবসে কবিগুরুর স্বপ্ননীড়  বিশ্বভারতী

 

২৩ ডিসেম্বর ১৯২১, রবীন্দ্রনাথের স্বপ্ন ও ভালোবাসা, 'বিশ্বভারতী' প্রতিষ্ঠার দিন। উপনিষদের মহৎ মানবিক উচ্চারণ , "যত্র বিশ্ব ভবত্যেকনীড়ম্" , হলো নব প্রতিষ্ঠিত বিশ্বভারতীর জীবনাদর্শ। রবীন্দ্রনাথই হলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আচার্য।
১৯১৮ সালের ২৩ ডিসেম্বর 'বিশ্বভারতী'র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ।  ১৯২১ সালের ২৩ ডিসেম্বর (১৩২৮ বঙ্গাব্দের ৮ পৌষ) রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৯৫১ সালে, কবির প্রয়াণের ১০ বছর পর, এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর হন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম আচার্য। দেশবিদেশ থেকে ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্যে আসেন। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কারবিজয়ী চিত্র-পরিচালক সত্যজিৎ রায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি প্রমুখ।
১৯০১ সালের ডিসেম্বরে (৭ পৌষ ১৩০৮ বঙ্গাব্দ) মহর্ষী দেবেন্দ্রনাথের শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর "ব্রহ্মচর্যাশ্রম" নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। বিদ্যালয়ের প্রথম পাঁচজন ছাত্রের অন্যতম ছিলেন কবির জ্যেষ্ঠপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। উদ্দেশ্য ছিল, তপোবনকেন্দ্রিক এই বিদ্যালয়ে পূর্ণাঙ্গ মানবমুখীন শিক্ষাদান।  'বিশ্বভারতী' প্রতিষ্ঠায় সেই আদর্শ পূর্ণতা পেলো। 'বিশ্বভারতী'র প্রতিষ্ঠা ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসে একটি উজ্জ্বল দিকচিহ্ন।  

অধ্যাপক সুদীন চট্টোপাধ্যায়ের লেখা থেকে

Your Opinion

We hate spam as much as you do