Tranding

02:21 PM - 01 Dec 2025

Home / Others / কলকাতা পুরসভার কুঁদঘাটে ম্যানহোলে তলিয়ে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কলকাতা পুরসভার কুঁদঘাটে ম্যানহোলে তলিয়ে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ঠিকা শ্রমিকের জীবনের ন্যুনতম নিরাপত্তা প্রশ্নের মুখে , উপযুক্ত নজরদারি ছিল কি ?

কলকাতা পুরসভার কুঁদঘাটে ম্যানহোলে তলিয়ে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

 

কলকাতা পুরসভার কুঁদঘাটে ম্যানহোলে তলিয়ে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। আশঙ্কাজনক আরও ৩ জন।
ঠিকা শ্রমিকের জীবনের ন্যুনতম নিরাপত্তা প্রশ্নের মুখে , উপযুক্ত নজরদারি ছিল কি ?

গত ২৫শে ফেব্রুয়ারি  কুঁদঘাটের পূর্ব পুঁতিয়ারি এলাকার একটি পাম্প হাউজের কাছে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মর্মান্তিকভাবে জলে তলিয়ে যান কলকাতা পুরসভার  বেশ কয়েকজন ঠিকাকর্মী।  তল্লাশি চালানোর পরে বাকি চারজনকে উদ্ধার করা সম্ভব হয়। পরে উদ্ধার হন আরও তিন শ্রমিক। এরপর তড়িঘড়ি তাঁদের হাসপাতালে পাঠানোর পর  চারজনের মৃত্যুর খবর আসে । তাঁদের মধ্যে একই পরিবারের দু'জন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ আরও তিন ঠিকা শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বাঘাজতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী এবং পথচারীরা জানিয়েছেন, এ দিন দুপুর ১২.৩০ মিনিট নাগাদ  পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে কুঁদঘাট পাম্প হাউসের কাছে ম্যানহোলে পাইপ সংযুক্তিকরণের কাজ করছিলেন পুরসভার কর্মীরা। সেখানেই কাজ করছিলেন ওই সাত ঠিকা শ্রমিকও। কাজ করার জন্য তাঁরা ম্যানহোলে নামার পরে আচমকাই তলিয়ে যান। প্রথমে সহকর্মীরা  বুঝতে না পারলেও দীর্ঘক্ষণ তাঁরা উপরে উঠে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। ঘণ্টা দুয়েকের চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকরা সকলেই মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। তাঁরা ঠিকাকর্মী হিসেবে পুরসভায় কাজ করছিলেন। এ দিন যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, জাহাঙ্গীর আলম (২২), সাবির হোসেন, মহম্মদ আলমগীর এবং লিয়াকত আলি (২০)।  জাহাঙ্গীর এবং মহম্মদ আলমগীর সম্পর্কে দুই ভাই।

Your Opinion

We hate spam as much as you do