Tranding

02:42 PM - 01 Dec 2025

Home / Other Districts / সুপ্রিম নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীর SSC নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি, নজর রিভিউয়ের দিকেও

সুপ্রিম নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীর SSC নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি, নজর রিভিউয়ের দিকেও

এদিন মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ইতিমধ্যেই শিক্ষকতা করেছেন, তাঁরা অভিজ্ঞতার নিরিখে পরীক্ষার ক্ষেত্রে ছাড় পাবেন এবং তাঁদের জন্য পরবর্তী সময়ে অন্যান্য দফতরে চাকরির সুযোগ তৈরি করা হবে । রাজ্যে বর্তমানে প্রায় ৪৪২০৩ টি শূন্যপদ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । যাঁরা বয়সসীমা পার করে গিয়েছেন, তাঁদের জন্যও বিশেষ ছাড়ের ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন । তাঁর কথায়, “মানবিকতার খাতিরে তাঁদের পুনরায় কাজের সুযোগ দেওয়া উচিত । সরকার দুই থেকে তিনটি বিভাগে অতিরিক্ত নিয়োগের কাঠামো তৈরি করবে ৷”

সুপ্রিম নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীর SSC নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি, নজর রিভিউয়ের দিকেও

সুপ্রিম নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীর SSC নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি, নজর রিভিউয়ের দিকেও 


May 27, 2025 

 

শিক্ষাক্ষেত্রে চাকরিহারাদের সমস্যার স্থায়ী সমাধান করতে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১মে’র মধ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে জানিয়েছেন, “আমরা বাধ্য হচ্ছি সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে । যদিও আমরা রিভিউ পিটিশন দায়ের করেছি এবং সেই রায়ের অপেক্ষায় আছি, তবে আপাতত বিজ্ঞপ্তি জারির নির্দেশ পালন করতেই হচ্ছে ।” এদিন মুখ্যমন্ত্রী বলেন, পরীক্ষাতে বসব না এই মানসিকতা রাখলে চলবে না । দুটো অপশনই খোলা রাখতে হবে ।

তিনি আরও জানান, ৩০মে রাজ্য সরকার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করবে । ১৬ জুন থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ১৪ জুলাই পর্যন্ত । ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ ও ২০ নভেম্বর কাউন্সেলিং অনুষ্ঠিত হবে ।


মুখ্যমন্ত্রীর কথায়, “আমি চাই না একজনও চাকরিহারা শিক্ষক চাকরি হারান । যেহেতু রিভিউ এখনও শোনা হয়নি, তাই বাধ্য হয়ে ৩১ মে’র মধ্যে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে । তবে রিভিউতে আমরা যদি জয়ী হই, তখন ফের নতুন করে বিষয়টি ভাবা যাবে ।”

এদিন মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ইতিমধ্যেই শিক্ষকতা করেছেন, তাঁরা অভিজ্ঞতার নিরিখে পরীক্ষার ক্ষেত্রে ছাড় পাবেন এবং তাঁদের জন্য পরবর্তী সময়ে অন্যান্য দফতরে চাকরির সুযোগ তৈরি করা হবে । রাজ্যে বর্তমানে প্রায় ৪৪২০৩ টি শূন্যপদ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । যাঁরা বয়সসীমা পার করে গিয়েছেন, তাঁদের জন্যও বিশেষ ছাড়ের ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন । তাঁর কথায়, “মানবিকতার খাতিরে তাঁদের পুনরায় কাজের সুযোগ দেওয়া উচিত । সরকার দুই থেকে তিনটি বিভাগে অতিরিক্ত নিয়োগের কাঠামো তৈরি করবে ৷”

শিক্ষক-শিক্ষিকার জন্য শূন্যস্থান ২৪ হাজার ২০৩টি।

অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১১ হাজার ৫১৭টি অতিরিক্ত পদ। চাকরিহারাদের নিয়ে ২৩ হাজার ২১২ শূন্যপদ। 

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৬ হাজার ৯১২টি পদ। একাদশ-দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্যপদ ১২ হাজার ৫১৪টি। 

গ্রুপ-সির জন্য অতিরিক্ত শূন্যপদ ৫৭১টি। গ্রুপ সি-র জন্য মোট শূন্যপদ ২ হাজার ৯৮৯টি।

গ্রুপ ডির জন্য অতিরিক্ত হাজার পদ করা হচ্ছে। গ্রুপ ডি ৫ হাজার ৪৮৮টি শূন্যপদ।

চাকরিহারাদের বয়স সীমায় ছাড়। যারা কাজ করেছেন তাঁদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার।

গ্রুপ সি, গ্রুপ ডির যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য অন্য বিভাগে আবেদনের ব্যবস্থা করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারির তিন-চারদিন পর বিজ্ঞপ্তি জারি হবে।

তিনি আরও বলেন, “শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের নয়, এটি সুপ্রিম কোর্টের আদেশ । তবে আমরা কোনও শিক্ষককে পথে বসতে দেব না । যেভাবে ত্রিপুরা বা উত্তরপ্রদেশে আজও শিক্ষকরা চাকরি ফিরে পাননি, বাংলায় আমরা সেটা হতে দেব না ।”

Your Opinion

We hate spam as much as you do