Tranding

03:49 PM - 01 Dec 2025

Home / Other Districts / 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও', নিয়োগ মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়

'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও', নিয়োগ মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে বলেন, ‘আমি তো নিজে সরাচ্ছি না মামলা, সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নিতে হবে সকলকে। একটা ডিসিপ্লিন তো আছে। সুপ্রিম কোর্ট এই দেশে সর্বোচ্চ আদালত। আমরা হাইকোর্ট হিসেবে তাকে মেনে চলি, এক্ষেত্রেও মেনে চলতে হবে। এতে যার যতই মন খারাপ হোক, ব্যক্তিগত ভাবে যদি কারও হয়েও থাকে, তাহলেও সেখানে বিশেষ কিছু করার নেই।’

'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও', নিয়োগ মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়

'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও', নিয়োগ মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়


Apr 29, 2023 
 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরা নিয়ে দিনভর জল্পনার পরে, রাতে সাংবাদিকদের সামনে মুখ খুললেন বিচারপতি নিজে । স্পষ্ট বললেন, তিনি পদত্যাগ করছেন না, তাঁর মনও খারাপ নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে, এবং সবশেষে তিনি বলতে চান, ‘সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও!’


বিচারপতির এমন মন্তব্য শুনে চমকে গেছেন সকলেই। অনেকেই মনে করেছিলেন, সুপ্রিম কোর্টে এমন বড় ধাক্কা খেয়ে হয়তো সেই মতোই প্রতিক্রিয়া দেবেন বিচারপতি। নির্দেশ মেনে নিতে বাধ্য হলেও, এই নিয়ে আফসোস হয়তো থেকে যাবে তাঁর মনে। কিন্তু এদিন রাতে তাঁর কথায় সে সবের কিছুই প্রকাশ পায়নি।

বরং বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে বলেন, ‘আমি তো নিজে সরাচ্ছি না মামলা, সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নিতে হবে সকলকে। একটা ডিসিপ্লিন তো আছে। সুপ্রিম কোর্ট এই দেশে সর্বোচ্চ আদালত। আমরা হাইকোর্ট হিসেবে তাকে মেনে চলি, এক্ষেত্রেও মেনে চলতে হবে। এতে যার যতই মন খারাপ হোক, ব্যক্তিগত ভাবে যদি কারও হয়েও থাকে, তাহলেও সেখানে বিশেষ কিছু করার নেই।’


পাশাপাশি, তাঁর মন একটুও খারাপ নয়, একথা উল্লেখ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি যতদিন জজ হিসেবে কাজ করব, যে কোনও দুর্নীতির বিরুদ্ধে সরব হব।’


তবে সব মামলাই বিচারপতির এজলাস থেকে সরছে কিনা, এই প্রশ্ন তাঁকে করা হলে তিনি বলেন, তিনি এখনও নিশ্চিত নন। তাঁর কথায়, ‘অর্ডারটা দেখে এখনও খুব ভাল করে বুঝিনি। আইনজীবীরা এলে তাঁরা সাবমিশন করবেন, সেই অনুযায়ী আমি বুঝে নেব।’


সেই সঙ্গে  নিয়োগ মামলার বিচার তাহলে আগামী দিনে কে দেখবেন, কী হবে, এই নিয়ে প্রশ্ন করা হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আর একটু অপেক্ষা করুন, আমরা তো শেষ হয়ে যাইনি। যিনি দেখবেন তিনিও তো হাইকোর্টের জজ।’ সেই সঙ্গে অবশ্য তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘এক এক জনের স্টাইল অফ ফাংশনিং একরকম। আমি আমার মতো করেছি। যিনি আসবেন তিনি তাঁর মতো করবেন। সেটা করতে গিয়ে আমি যে কাজ ৬ মাসে করেছি, তা তিনি যদি ৬০ বছরে করেন, তাই হবে।’

Your Opinion

We hate spam as much as you do