Tranding

02:39 PM - 01 Dec 2025

Home / World / ভেনেজুয়েলায় নির্বাচনে পুনরায় বামপন্থী নিকোলাস মাদুরো জয়ী

ভেনেজুয়েলায় নির্বাচনে পুনরায় বামপন্থী নিকোলাস মাদুরো জয়ী

হুগো শ্যাভেজের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম এবং দেশে জনকল্যাণকর নীতির অনুসারী মাদুরো। জাতীয় নির্বাচন পরিষদ ফল ঘোষণা করে বলেছে, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ভোট হয়েছে দেশে। মোট ১ কোটি ১০ লক্ষ বৈধ ভোট গণনার ভিত্তিতে জয় পরাজয়ের নিষ্পত্তি হয়েছে।

ভেনেজুয়েলায় নির্বাচনে পুনরায় বামপন্থী নিকোলাস মাদুরো জয়ী

ভেনেজুয়েলায় নির্বাচনে পুনরায় বামপন্থী নিকোলাস মাদুরো জয়ী


 29July 2024

৫১.২ শতাংশ ভোট পেয়ে ভেনেজুয়েলায় পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সাভেজপন্থী ‘সাভিস্তা’ নিকোলাস মাদুরো। এই নিয়ে তৃতীয়বার রাষ্ট্রপতি হলেন সাভেজের উত্তরসূরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোট।


 নিকোলাস মাদুরো বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই)। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের প্রধান এলভিস আমরোসো বলেছেন, ৮০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১. ২ শতাংশ ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৪. ২ শতাংশ ভোট পেয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন নিকোলাস মাদুরো’র ঘনিষ্ঠ বন্ধু।


এর আগে, ২০১৩ সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন মাদুরো। এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছেন ৬১ বছর বয়সী এই বামপন্থী রাজনীতিক।

হুগো শ্যাভেজের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম এবং দেশে জনকল্যাণকর নীতির অনুসারী মাদুরো। জাতীয় নির্বাচন পরিষদ ফল ঘোষণা করে বলেছে, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ভোট হয়েছে দেশে। মোট ১ কোটি ১০ লক্ষ বৈধ ভোট গণনার ভিত্তিতে জয় পরাজয়ের নিষ্পত্তি হয়েছে। 
শান্তির জন্য ভোট দিন। ভেনেজুয়েলা শান্তি চায়। শান্তির জয় হোক। রবিবার ভোট দিয়ে বলেছিলেন দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো নিজেই। 
কারাকাসের মাউন্টেন বারাকের ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়েছেন মাদুরো। তারপরই বলেছেন, ‘‘ভেনেজুয়েলার ভবিষ্যৎ, ঐক্য ঠিক করবে এই নির্বাচন। ভোট দিন তার জন্য।’’
ভেনেজুয়েলার ভোটের ফলাফলের অপেক্ষায় থাকবে বিশ্ব। একদিকে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি বিরোধিতা করে ভোটের ময়দানে মাদুরো। বলছেন প্রয়াত নেতা হুগো শ্যাভেজের কথা। বলছেন বলিভেরিয়ান বিপ্লবের কথা। বলছেন তাঁর দল ইউনাইটেড সোশালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার লক্ষ্য।
আরেকদিকে তাঁর বিপক্ষে দক্ষিণপন্থী ইউনিটারি ডেমোক্র্যাটিক প্ল্যাটফর্মের প্রার্থী এডমুন্ডো গনজালেজ। যাঁর হয়ে প্রচারে নেমেছে পশ্চিমী সংবাদমাধ্যম। সরাসরি মার্কিন মদতে তাঁর হয়ে প্রচার চলছে ভেনেজুয়েলার মাটিতে। বলা হচ্ছে তিনিই গণতান্ত্রিক। তিনিই উদার।  

গতকাল  নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করেছিলেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

বিরোধীরা যাঁকে অগণতান্ত্রিক, অনুদার বলে প্রচারের নিশানা করা হয়েছে সেই মাদুরোকেই সামলাতে হয়েছে একের পর এক ঝড়। গত এক দশক ধরেই একের পর এক হামলা চলছে। তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, আধা সামরিক বাহিনীকে ব্যবহার করা হয়েছে। 
দেশের অর্থনীতি ভাঙতে তেলের উৎপাদন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। আমেরিকারই সরাসরি নির্দেশে জারি হয়েছে বৈদেশিক লেনদেনে নিষেধাজ্ঞা। তার ফল পড়েছে অর্থনীতিতে, মানুষের জীবনে। 
তীক্ষ্ণ  সংঘাতের আবহেই ভেনেজুয়েলার নির্বাচন নজর টেনেছে বিশ্বের বড় অংশের। অতি দক্ষিণপন্থী মারিয়া করিনা মাচাদোর বাহিনী গনজালেজকে সমর্থন জানিয়ে বলছে, একমাত্র তাদের প্রার্থী জিতলেই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হবে! 
পর্যবেক্ষকরা বলছেন, অত্যন্ত কঠিন লড়াইয়ের মুখে ছিলেন মাদুরো। কঠিন সময়েও বার্তা দিচ্ছেন শান্তির, ঐক্যের।

Your Opinion

We hate spam as much as you do