Tranding

01:40 PM - 01 Dec 2025

Home / Other Districts / বড়দিনে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে মহম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব

বড়দিনে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে মহম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব

আদালতে গিয়ে লড়াই করা হয়েছে বলেই, দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। এমনটাই জানিয়েছেন সেলিম।

বড়দিনে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে মহম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব

বড়দিনে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে মহম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব

25 Dec. 2022, 


আজ বড়দিনে ২৫ শে ডিসেম্বর   গান্ধীমূর্তির পাদদেশে আবারও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সাথে দেখা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আন্দোলনের ৬৫১ তম দিনে চাকরিপ্রার্থীদের ধর্নাস্থল থেকে তাঁদের অধিকার রক্ষার দাবি জানান।

সেলিমের কথায়, "সরকারের কোনও হুঁশ নেই বলেই তো চাকরিপ্রার্থীরা ৬৫১ দিন ধরে ধর্নায় বসে আছে। দিনের পর দিন ধরে এরা রাস্তার ধারে ঠান্ডার মধ্যে   পড়ে আছে। 

তিনি আরও বলেন, "আমি এখানে গত ১ বছর ধরে ঈদ, বকরি ঈদ, দুর্গাপুজো, কালিপুজো, ভাইফোঁটা সবকিছুতেই আসার চেষ্টা করেছি।  ক'দিন আগেও আমরা দেখেছি কীভাবে টেট প্রার্থীদের পুলিশ দিয়ে সল্টলেক থেকে তুলে দেওয়া হল। অনেককে বারবার জেলে নিয়ে যাওয়া হয়েছে, মামলা করা হয়েছে। কিন্তু আমাদের ছাত্র-যুব কর্মীরা সর্বদা তাঁদের পাশে থেকেছে।"

আদালতে গিয়ে লড়াই করা হয়েছে বলেই, দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। এমনটাই জানিয়েছেন সেলিম। 

সিপিআই(এম) রাজ্য সম্পাদক আরও বলেন, "দালালরাজ চলছে সর্বত্র। মানিক ভট্টাচার্য, ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী, শিক্ষা পর্ষদের লোকজন, এসএসসি আধিকারিকরা, মধ্যশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের লোকজন, শিক্ষা দপ্তরে যে নিয়োগ হয়েছে তাঁরা এমনি এমনি যুক্ত হয়েছে! এত কোটি কোটি টাকা যখন দুর্নীতি হয়, তখন কালিঘাট থেকে নবান্ন পর্যন্ত একটা দালালতন্ত্র তৈরী হয়।"

Your Opinion

We hate spam as much as you do