মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে তিনি জানিয়েছেন।
২৬ হাজার চাকরি মামলা, নতুন করে পরীক্ষা নেওয়া যাবে কি? প্রশ্ন সুপ্রিম কোর্টে
27 Jan 2025
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল, নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে? এই প্রক্রিয়া কতটা কঠিন তাও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে তিনি জানিয়েছেন। এদিন প্রায় ২ ঘণ্টা ধরে চলে শুনানি। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
We hate spam as much as you do