আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০০ দমকল কর্মী কাজ করছিলেন। তারা প্রত্যেক তলাতেই অন্তত একজনকে মৃত অবস্থায় দেখেন। এটাকেই নজিরবিহীন বলে মনে করছে নিউইয়র্ক প্রশাসন। আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও খবর মিলেছে।
নিউইয়র্কে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশু সহ ১৯ জনের মৃত্যু
নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের। রবিবার সকাল ১১টা নাগাদ ব্রঙ্কস বরো এলাকার একটি ১৯ তলা বাড়িতে আগুন লেগে যায়।
এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেছেন, এই ঘটনায় আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন, কারণ তাঁর মতে গত ৩০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও অগ্নিকাণ্ডের ঘটনায় এত মৃত্যু দেখেনি। ড্যানিয়েল জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃতীয় এবং চতুর্থ তলা। জানা গিয়েছে দ্রুত গতিতে আগুন ওই বাড়িটির প্রতিটি তলাকে গ্রাস করে ফেলে। এও জানা গিয়েছে নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০০ দমকল কর্মী কাজ করছিলেন। তারা প্রত্যেক তলাতেই অন্তত একজনকে মৃত অবস্থায় দেখেন। এটাকেই নজিরবিহীন বলে মনে করছে নিউইয়র্ক প্রশাসন। আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও খবর মিলেছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা স্টেফান বলেছেন, 'যদিও একজন নগর কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি নেই। তারপরও বলছি এই ঘটনায় ৯টি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।' প্রসঙ্গত, সম্প্রতি ফিলাডেলফিয়ার একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
We hate spam as much as you do