তাহলে কী দুর্নীতির সব ঘটনা জানতেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তা নিয়েই জোর চর্চা। মমতা-অভিষেকের নাম ওঠায় অস্বস্তির মধ্যে জোড়াফুল। এসবের মধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয়কে কড়া ভাষায আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
'মমতা অভিষেক সব জানেন' বলতেই কল্যাণ বালুকে 'বেইমান' বললেন
November 3, 2023
মমতা, অভিষেকের ঢাল কল্যাণ? মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমি নির্দোষ।‘ শুক্রবার এই মন্তব্য করেন ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়েছে। ‘সব জানেন’ বলে কীসের ইঙ্গিত করতে চেয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ‘বালু’? তাহলে কী দুর্নীতির সব ঘটনা জানতেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?
তা নিয়েই জোর চর্চা। মমতা-অভিষেকের নাম ওঠায় অস্বস্তির মধ্যে জোড়াফুল। এসবের মধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয়কে কড়া ভাষায আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
We hate spam as much as you do