Tranding

05:07 PM - 01 Dec 2025

Home / Opinion / বিচারপতি অভিজিতের টিভি মিট্ নিয়ে রিপোর্ট চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বিচারপতি অভিজিতের টিভি মিট্ নিয়ে রিপোর্ট চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ধারাবাহিক ভাবে যে সব পর্যবেক্ষণ জানিয়েছেন, তাতে তাঁর জনপ্রিয়তা বেড়েছে সংশয় নেই। এমনকি সম্প্রতি বেহালায় তাঁকে নিয়ে পোস্টার-হোর্ডিংও পড়েছে। তাতে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।

বিচারপতি অভিজিতের টিভি মিট্ নিয়ে রিপোর্ট চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বিচারপতি অভিজিতের টিভি মিট্ নিয়ে রিপোর্ট চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি


  Apr 24, 2023 


  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টেলিভিশন সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন মহল থেকে আগেই প্রশ্ন উঠেছিল। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের  প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দেন। কলকাতা হাইকোর্ট থেকে রিপোর্টও চান বিচারপতি চন্দ্রচূড়। এ ব্যাপারে যদিও আগেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি।

নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে বাংলা যখন সরগরম তখন একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় এমন কিছু কথা বলেছিলেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছিল। এমনকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও মন্তব্য করেছিলেন।

 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাজের ধরন নিয়ে এর আগে মুখ খুলেছেন আইজীবী অরুণাভ ঘোষ।  কিন্তু এবার ব্যাপারটি সুপ্রিম কোর্টে গড়িয়েছে। আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টে তাঁর সওয়ালে সু্প্রিম কোর্টে বলেছেন, কলকাতা হাইকোর্টের ওই মহামান্য বিচারপতি সকালে নির্দেশ দিয়ে বিকেলের মধ্যে চাকরি খারিজ করে দিচ্ছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের কথা শোনা হচ্ছে না। উনি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন। হাইকোর্টের রোস্টারও মানছেন না। ওঁর বিরুদ্ধে রুল ইস্যু করা হোক।

এই  পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের থেকে হলফনামা চেয়ে পাঠিয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনও টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিনা তা হলফনামা হিসাবে শুক্রবারের মধ্যে সুপ্রিম কোর্টে পেশ করতে হবে।

সুপ্রিম কোর্ট বলেছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেই জানুন উনি টিভিতে ইন্টারভিউ দিয়েছেন কিনা।

নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ধারাবাহিক ভাবে যে সব পর্যবেক্ষণ জানিয়েছেন, তাতে তাঁর জনপ্রিয়তা বেড়েছে সংশয় নেই। এমনকি সম্প্রতি বেহালায় তাঁকে নিয়ে পোস্টার-হোর্ডিংও পড়েছে। তাতে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।

গত দুই দশকে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা তৈরি হতে দেখা যায়নি। এই অবস্থায় শাসক দলের তরফেও বারবার সমালোচনার মুখে পড়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তৃণমূলের মুখপাত্র তাঁর সম্পর্কে সরাসরিই বলেছেন, উনি ইস্তফা দিয়ে রাজনীতিতে নামছেন না কেন! আবার নাম না করে কুণাল ঘোষদের সম্পর্কেও মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার ব্যাপারে যে নির্দেশ দিয়েছিলেন, তার উপর ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

Your Opinion

We hate spam as much as you do