আন্দোলনকারীদের দাবি, লক্ষ লক্ষ মিড ডে মিল কর্মী নামমাত্র মাসিক ভাতায় স্কুলে রান্নার কাজ করেন। অথচ রাজ্য-কেন্দ্র উভয় সরকারই এই প্রকল্পের প্রতি খুবই উদাসীন। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন- ভাতা বৃদ্ধি সহ আরও একাধিক দাবিকে সামনে রেখে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তারই অঙ্গ হিসাবে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচি।
ন্যুনতম বেতনের দাবীতে মিড ডে মিল ও ICDS কর্মী বিক্ষোভে কলকাতা উত্তাল
Jan 29, 2024
বছরে ১২ মাস কাজ করিয়ে দশ মাসের বেতন দেয়া হয়। কোন সুবিধে তাদের নেই এদিকে তারা ওই বাকি দু'মাসও কাজ করেন এরা মিড ডে মিল কর্মী । দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীকে মিড ডে মিল সরবরাহ করেন। এইসব মিড ডে মিল কর্মীদের যৌথ মঞ্চের বিক্ষোভ মিছিলে সোমবার কার্যত স্তব্ধ হল ডোরিনা ক্রসিং চত্বর। একাধিক দাবিকে সামনে রেখে মিড ডে মিল কর্মী ঐক্যমঞ্চ। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেন মিড ডে মিল কর্মীরা। বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পথে নামেন তাঁরা। তাঁরা এদিন দাবি করেন, আজই মুখ্যমন্ত্রী বা কোনও ক্যাবিনেট মিনিস্টারকে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কোনও প্রোজেক্ট ম্যানেজারের সঙ্গে তাঁরা কথা বলতে নারাজ। প্রায় ৫০ মিনিটের উপরে ডোরিনা ক্রসিং অবরুদ্ধ হয়ে পড়ে। এখান থেকে ওয়াই চ্য়ানেলে যান মিড ডে মিল কর্মীরা। শিক্ষা দফতরের যুগ্ম সেক্রেটারির কাছে ডেপুটেশন দেবেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, লক্ষ লক্ষ মিড ডে মিল কর্মী নামমাত্র মাসিক ভাতায় স্কুলে রান্নার কাজ করেন। অথচ রাজ্য-কেন্দ্র উভয় সরকারই এই প্রকল্পের প্রতি খুবই উদাসীন। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন- ভাতা বৃদ্ধি সহ আরও একাধিক দাবিকে সামনে রেখে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তারই অঙ্গ হিসাবে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচি।
অন্যদিকে আজই আট দফা দাবি নিয়ে আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে সল্টলেকে করুণাময়ী থেকে মিছিল করে বৈশালী ভবনে দিকে রওনা দেন সদস্যরা। এদিকে পুলিশ সেই মিছিল আটকে দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্র্যাচুইটি, পেনশন, স্মার্ট ফোন, ন্যূনতম বেতন ২৬ হাজার টাকার দাবি ও ডিম, সবজি এবং জ্বালানির দাম প্রতি মাসে দেওয়ার দাবিকে সামনে রেখে এদিন পথে নামেন তাঁরা। এদিন করুণাময়ী থেকে মিছিল বৈশালী ভবনের দিকে যাওয়ার পথে সিজিও কমপ্লেক্সের সামনে বিধাননগর কমিশনারেটের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরই হাওয়া গরম হতে শুরু করে। বিশাল পুলিশ বাহিনী, ব্যারিকেডে ছয়লাপ এলাকা।
We hate spam as much as you do