এই ঘটনায় এক হোমগার্ড সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। ধৃতদের কাছ থেকে টাকা, আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
মারাত্মক অভিযোগ! মাওবাদীদের নামে হুমকিতে টাকা আদায় রাজ্য পুলিশের?
মাওবাদীদের নামে ভয় দেখিয়ে টাকা তুলছে পুলিশ! এমনই অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামে।
এই ঘটনায় এক হোমগার্ড সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। ধৃতদের কাছ থেকে টাকা, আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ঝাড়গ্রামে ফের মাওবাদী আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়। পুলিশ জানতে পারে, জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডিই এই কাজের মূল চক্রী। তারপর শনিবার সকালে মাওবাদীদের নামে পোস্টার লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বাহাদুর। গ্রেপ্তার করা হয়েছে আরও ৫ জনকে। তাদের নাম শঙ্কর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, বাবুলাল সোরেন। জানা গেছে, বাইকে বা সাইকেলে পোস্টারগুলি মূলত বিনপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে সাঁটানো হয়েছিল। এমনকী মাওবাদীদের নাম করে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। আতঙ্কের পরিবেশ তৈরি করে একজনের কাছ থেকে ৩৫ হাজার টাকাও তুলেছিল তারা। সেই টাকা পুলিশ উদ্ধার করেছে। ধৃত ছ’জনের মধ্যে পাঁচ জন সরাসরি যুক্ত। এদের মধ্যে শিলদার মলয় কর্মকার ভুয়ো স্ট্যাম্প তৈরি করেছিল।
পুলিশ ধৃতদের থেকে স্ট্যাম্প, একটি দেশি বন্দুক, পঁয়ত্রিশ হাজার টাকা, একটি মোবাইল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মোবাইলের সিম বদল করে মানুষকে হুমকি দেওয়া হত। ধৃতদের শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। এই কাণ্ডে আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
We hate spam as much as you do