Tranding

12:38 PM - 01 Dec 2025

Home / Other Districts / ED দফতরে হাজিরা, সল্টলেকের CGO কমপ্লেক্সে অভিষেক

ED দফতরে হাজিরা, সল্টলেকের CGO কমপ্লেক্সে অভিষেক

উল্লেখ্য, এদিন, ১৩ সেপ্টেম্বরই মুম্বইতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি।

ED দফতরে হাজিরা, সল্টলেকের CGO কমপ্লেক্সে অভিষেক

ED দফতরে হাজিরা, সল্টলেকের CGO কমপ্লেক্সে অভিষেক

13 Sep 2023,

বুধবার, ১৩ সেপ্টেম্বর কালীঘাটের বাড়ি থেকে সল্টলেকের ইডি-র দফতরে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বেলা সাড়ে ১১টার কিছু পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি।

গত ২১ অগাস্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে তল্লাশি চালায় ইডি। ইডি-র বক্তব্য এই লিপস অ্যান্ড বাউন্ডসেই সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যে পরে ইস্তফা দিয়েছেন, তার প্রমাণ মেলেনি বলে দাবি ইডি-র। এই সংস্থার মাধ্যমে বিপুল টাকার বেআইনি লেনদেন করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 

উল্লেখ্য, এদিন, ১৩ সেপ্টেম্বরই মুম্বইতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। এই বিষয়ে টুইটে অভিষেক জানান, I.N.D.I.A-র বৈঠকের দিনই তাঁকে তলব করেছে ইডি। তিনি তদন্তে সহযোগিতার জন্য তাতে হাজিরা দেবেন। ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে মুম্বইতে যাবেন না। 

এর আগে জনজোয়ার যাত্রার সময়ে, ২০ মে অভিষেককে ডেকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচার কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। 

Your Opinion

We hate spam as much as you do