Tranding

02:43 PM - 01 Dec 2025

Home / Other Districts / অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে 'টাকার পাহাড়'গুনে, মোট ৫০ কোটি ! দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার

অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে 'টাকার পাহাড়'গুনে, মোট ৫০ কোটি ! দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার

এই বিপুল পরিমাণ সম্পত্তি দেখে মাথা ঘুরে গিয়েছে ইডি আধিকারিকদেরও। টাকা গোনার জন্য একসময় সাহায্য নেওয়া হয় ব্যাঙ্ক কর্মীদের। মোট ৭টি ট্রাঙ্কে টাকা ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে।

অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে 'টাকার পাহাড়'গুনে, মোট ৫০ কোটি ! দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার

অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে 'টাকার পাহাড়'গুনে, মোট ৫০ কোটি ! দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার 
 
Jul 28, 2022 


এসএসসি নিয়োগ দুর্নীতি কান্ডের পরতে পরতে রহস্য। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার অপারেশনে ক্লাবটাউন হাইটসের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৩ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির দলিল। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। 

এই বিপুল পরিমাণ সম্পত্তি দেখে মাথা ঘুরে গিয়েছে ইডি আধিকারিকদেরও। টাকা গোনার জন্য একসময় সাহায্য নেওয়া হয় ব্যাঙ্ক কর্মীদের। মোট ৭টি ট্রাঙ্কে টাকা ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে। ইতিমধ্যেই অর্পিতার বেলঘরিয়ার আরেকটি ফ্ল্যাট সিল করে দিয়েছে ইডি। 

 

জানা গিয়েছে, একসপ্তাহের মধ্যে টালিগঞ্জ ও বেলঘরিয়ায় অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হল ৫০ কোটি টাকা। আগেই টালিগঞ্জে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। এরপর বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের চারটি মেশিন এনে টাকা গণনা করেন ইডির আধিকারিকরা। টাকা ছাড়াও প্রায় ৬ কেজি সোনা, জমির দলিলও উদ্ধার করা হয়।

Your Opinion

We hate spam as much as you do