ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। প্রায় দু হাজারের বেশি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিশুদের জন্য শুকনো খাবার, গুঁড়ো দুধ, বিস্কুট, খিচুড়ি ও ভাতের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনা উত্তর ২৪ পরগনার জেলা শাসক ও সন্দেশখালি বিডিওকে জানানো হয়েছে।
১ মিনিটের টর্নেডোয়ে লন্ডভন্ড সন্দেশখালি
১৯ আগস্ট, ২০২২,
১ মিনিটের টর্নেডো ঝড়ে লন্ডভন্ড সুন্দরবনের সন্দেশখালি। ঝড়ে প্রায় ৫০০-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। শুক্রবার বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ২ নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১ মিনিটের ঝড়ে তছনছ এলাকার একাংশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই ঝড় শুরু হয় এলাকায়। কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় এলাকা। বেশিরভাগ বাড়ির টিনের চাল উড়ে যায়। গাছ উপরে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। প্রায় দু হাজারের বেশি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিশুদের জন্য শুকনো খাবার, গুঁড়ো দুধ, বিস্কুট, খিচুড়ি ও ভাতের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনা উত্তর ২৪ পরগনার জেলা শাসক ও সন্দেশখালি বিডিওকে জানানো হয়েছে।
We hate spam as much as you do