মুখ্যমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন অবিলম্বে যেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
পার্থকে মন্ত্রীসভা থেকে বাদের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। কাজেই তাঁকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। এমনই দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মুখ্যমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন অবিলম্বে যেন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
ভুবনেশ্বর েথকে সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। সিজিও কমপ্লেক্সে চলছে জেরা। অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করছেন তদন্তকারীরা। অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারীদের সহযোগিতা করছেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মুখ খুলতে চাইছেন না বলে অভিযোগ। কীভাবে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ২১ কোটি টাকা এল তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এদিতে ইডির অফিসাররা অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন। রাজ্যের একাধিক জায়গায় পার্থ অবং অর্পিতার নামে সম্পত্তি রয়েছে।
গ্রুপ নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে। বিধায়ক অনন্তদেব দাবি করেছেন গ্রুপ ডি নিয়োগের জন্য ৫ জনের নাম সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিধায়কের এই মন্তব্যে অস্বস্তি বেড়েছ শাসদ দলের অন্দরে। যদিও টিএমসির পক্ষ থেকে দাবি করা হয়েছে গ্রুপ ডি নিয়োগে যে দুর্নীতির দাবি করা হচ্ছে তার অভিযোগ প্রমাণিত হলেই দল ব্যবস্থা নেবে। কাজেই এখন এই নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার কথা বলা হয়েছে টিএমসির পক্ষ থেকে।
এদিকে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দোষ প্রমাণিত হলে দল তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে। তবে এখনই তাঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ মুখ্যমন্ত্রী। দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন সাজা দেওয়া হোক মন্তব্য করেছিলেন মমতা। দলনেত্রীর মন্তব্যকে সমর্থন জনিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। তাঁকে ভুবনেশ্বরের এইমস হাসপাতাল একেবারে সুস্থ বলে জানিয়েছে। তারপরেই তাঁকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে জেরা করতে শুরু করেছে ইডি।
We hate spam as much as you do