মাঝরাতে নদিয়ার ফুলবাড়ির কাছে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে পিছন থেকে ধাক্কা দেয় শবযাত্রীদের লরিটি। রাজ্য সড়কের উপর ভয়াবহ সেই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
নদিয়ার হাঁসখালিতে দুর্ঘটনায় মৃত ১৭ আরো বাড়তে পারে
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা শ্মশানযাত্রী বোঝাই ট্রাকের, ভয়াবহ দুর্ঘটনার বলি ১৭
শনিবার গভীর রাতে নদিয়ার হাঁসখালিতে মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃতদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশুও রয়েছে।
শনিবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা নদিয়ার হাঁসখালির ফুলবাড়িতে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। লরিতে মৃতদেহ সত্কার করতে নিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন। দাঁড়িয়ে থাকা একটি লরিতে পিছন থেকে ধাক্কা মারে ওই গাড়িটি। তারই জেরে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
পরে বাকি আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদায় এক বৃদ্ধার মৃত্যু হয়। তাঁর দেহ সত্কার করতেই পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা একটি লরিতে করে নবদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
মাঝরাতে নদিয়ার ফুলবাড়ির কাছে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে পিছন থেকে ধাক্কা দেয় শবযাত্রীদের লরিটি। রাজ্য সড়কের উপর ভয়াবহ সেই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
মাঝ রাতে এই ভয়াবহ দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীদের কয়েকজন। ঘটনাস্থলে আসে পুলিশও। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বেশ কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত আরও কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালেই। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে
We hate spam as much as you do