Tranding

02:33 PM - 01 Dec 2025

Home / Other Districts / ‘মস্তান পাচার’ আটকে শান্তিপূর্ণ ভোটের দাবীতে মহঃ সেলিম

‘মস্তান পাচার’ আটকে শান্তিপূর্ণ ভোটের দাবীতে মহঃ সেলিম

সিপিআইএম রাজ্য সম্পাদক আশঙ্কার সুরে বললেন, ‘যেসব জায়গায় মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি, ভোট হবে না… সেই সব জায়গা থেকে অন্যত্র মস্তান পাচার হবে।’ আর এটা বন্ধ করতে পুলিশ প্রশাসনের কাছে সেলিমের বার্তা, যাতে সীমানাগুলিতে পাহারা বসানো হয়।

‘মস্তান পাচার’ আটকে শান্তিপূর্ণ ভোটের  দাবীতে মহঃ সেলিম

‘মস্তান পাচার’ আটকে শান্তিপূর্ণ ভোটের  দাবীতে মহঃ সেলিম
 

Jul 07, 2023 

 

 বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিক অতীতে ‘পাচার’ তত্ত্ব বার বার ঘুরে ফিরে এসেছে। কখনও গরু পাচারের অভিযোগ। কখনও কয়লা পাচারের অভিযোগ। আর এবার  ভোটের আগে ‘মস্তান পাচার’ হতে পারে বলে সন্দেহ করছেন সিপিএম রাজ্য সম্পাদক। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের সময় থেকেই দিকে দিকে অশান্তির অভিযোগ উঠেছিল। অনেক জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। আজ সেই কথাই আরও একবার উঠে আসে সেলিমের গলায়।


সিপিআইএম রাজ্য সম্পাদক আশঙ্কার সুরে বললেন, ‘যেসব জায়গায় মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি, ভোট হবে না… সেই সব জায়গা থেকে অন্যত্র মস্তান পাচার হবে।’ আর এটা বন্ধ করতে পুলিশ প্রশাসনের কাছে সেলিমের বার্তা, যাতে সীমানাগুলিতে পাহারা বসানো হয়। বিশেষ করে আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমানাগুলিতে নজরদারি আরও বাড়ানোর কথা বলেন তিনি। সেলিম বললেন, ‘যেসব জায়গায় মনোনয়নের সময়ে ঝামেলা হয়েছে, বোমাবাজি হয়েছে, বোমা পাওয়া গিয়েছে, সেই সব জায়গায় রাজ্য পুলিশ ও জেলা পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি প্রয়োজন। যাতে ফলতা, বজবজ, ক্যানিং থেকে বেরিয়ে এসে অন্যত্র হামলা করতে না পারে।’

 

পাশাপাশি আগামিকালের নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করার জন্যও এদিন সাংবাদিক বৈঠকে পুলিশ, রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে সেই বার্তাও দেন সেলিম। বললেন, ‘আমাদের টিম তৈরি আছে।’ যে সব জায়গা থেকে অশান্তি ও গোলমালের অভিযোগ উঠছে, সেই সব অভিযোগ যে দ্রুত দলের তরফে কমিশনের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই কথাও জানালেন তিনি। নির্বাচন মিটে যাওয়ার পর গণনা পর্যন্ত স্ট্রং রুমেও যাতা কড়া পাহাড়া থাকে, সেই দাবিও করেন সেলিম।


উল্লেখ্য, গতকাল থেকে বিরোধীরা অন্য রাজ্য থেকে দুষ্কৃতীদের ঢোকার বিষয়ে আশঙ্কার কথা শুনিয়েছিলেন। আর আজ সেলিম  সেই একই কথা বললেন।

Your Opinion

We hate spam as much as you do