বিভিন্ন রাজ্য থেকে নির্মাণ শ্রমিক নিয়োগ করতে ১৫-সদস্যের একটি ইসরাইলি দল দেশটিতে এসেছে। হরিয়ানা রাজ্যে ১৬ থেকে ২০ জানুয়ারী পর্যন্ত নিয়োগ পরীক্ষা পরিচালিত হয়েছিল যেখানে ১,৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩০ জনকে নির্বাচিত করা হয়েছিল। উত্তরপ্রদেশে মঙ্গলবার শেষ হওয়া প্রক্রিয়ায় ৭,১৮২ জনের মধ্যে মোট ৫,০৮৭ জনকে নির্বাচিত করা হয়েছে। এসএসডিসি সূত্রের মতে, ৫ হাজার শ্রমিক ইসরাইলে পাঁচ বছর কাজ করলে, ভারত ৫ হাজার কোটি রুপি রেমিট্যান্স পাবে।
ইসরাইলে জীবনের ঝুঁকি নিয়েই কর্মহীন শ্রমিক পাঠাচ্ছে ভারত
৩১ জানুয়ারি ২০২৪
গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। এমন অবস্থায় প্রতিপক্ষের আক্রমণেরও শিকার হচ্ছে ইসরাইলও। এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ইসরাইলে ছুটছে ভারতীয়রা। খবরে বলা হয়েছে, ভারত থেকে শ্রমিক নিতে ইসরাইল আট মাসেরও বেশি সময় ধরে কাজ করছে। বর্তমান যুদ্ধকেই ইসরাইলে ভারতীয় শ্রমিক চাওয়ার কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে।
এর আগে ১৬ জানুয়ারী, টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে নির্মাণ শ্রমিক নিয়োগ করতে ১৫-সদস্যের একটি ইসরাইলি দল দেশটিতে এসেছে। হরিয়ানা রাজ্যে ১৬ থেকে ২০ জানুয়ারী পর্যন্ত নিয়োগ পরীক্ষা পরিচালিত হয়েছিল যেখানে ১,৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩০ জনকে নির্বাচিত করা হয়েছিল। উত্তরপ্রদেশে মঙ্গলবার শেষ হওয়া প্রক্রিয়ায় ৭,১৮২ জনের মধ্যে মোট ৫,০৮৭ জনকে নির্বাচিত করা হয়েছে। এসএসডিসি সূত্রের মতে, ৫ হাজার শ্রমিক ইসরাইলে পাঁচ বছর কাজ করলে, ভারত ৫ হাজার কোটি রুপি রেমিট্যান্স পাবে।
গত বছরের মে মাসে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে ৪২ হাজার ভারতীয় নির্মাণ শ্রমিককে কাজের জন্য স্থানান্তরিত করার অনুমতি দেয়া হয়। এ বিষয়ে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ভারতকে দক্ষ জনশক্তির জন্য বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির উপর এই কাজটি চলছে। এটি ‘বিকশিত ভারত’ তৈরির দিকে সামগ্রিক পদ্ধতির অংশ। শুধু ইসরাইল নয়, ভারত অন্যান্য অনেক দেশেও দক্ষ সম্পদ প্রদানের জন্য প্রস্তুত।’
ইসরাইল-হামাস দ্বন্দ্বের পরে, বিপুল সংখ্যক ফিলিস্তিনিদের কাজের অনুমতি প্রত্যাহার করা হয়েছে এবং ইসরাইল নির্মাণ শিল্প শূন্যপদ পূরণের জন্য ভারত ও অন্যান্য দেশ থেকে শ্রমিক খুঁজছে। বার বেন্ডার, মেসন, টাইলার, স্টাটারিং কার্পেন্টারের মতো ভূমিকার জন্য নিয়োগ দেয়া হয়েছে যাদের মাসিক বেতন দেড় লাখ টাকারও বেশি। এর বাইরে চিকিৎসা বীমা, খাবার এবং বাসস্থান সুবিধা রয়েছে। এ প্রার্থীদের প্রতি মাসে ১৬,৫১৫ রুপি বোনাস প্রদান করা হয়। সূত্র : টিওআই।
We hate spam as much as you do