আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ডায়েলার নাম মন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। বস্তুত, এই প্রথম রক্তমাংসের কোনও ব্যক্তি নন, এক এআই-মানবীকে মন্ত্রী বলে ঘোষণা করলেন তিনি। রামা জানান, সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা কাজ করলে তাদের দরপত্র থেকে কাজকর্মের উপর নজরদারি করবেন তাঁর এআই-মন্ত্রী।
বিশ্বে প্রথম AI মানবীকে দুর্নীতি দমন মন্ত্রী করল আলবেনিয়া নাম ডায়েলা,
১২ সেপ্টেম্বর ২০২৫
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের রমরমা সারা বিশ্বে। এ বার আরও এক পা ফেলে এআই-মানবীকেই মন্ত্রী করল আলবেনিয়া। যা সারা বিশ্বে প্রথম। বিশ্বে প্রথম এআই-মন্ত্রীর নাম ডায়েলা। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং সাধারণ মানুষের জন্য সরকারি ব্যয়ে স্বচ্ছতা রক্ষা করা তাঁর প্রধান দায়িত্ব।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ডায়েলার নাম মন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। বস্তুত, এই প্রথম রক্তমাংসের কোনও ব্যক্তি নন, এক এআই-মানবীকে মন্ত্রী বলে ঘোষণা করলেন তিনি। রামা জানান, সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা কাজ করলে তাদের দরপত্র থেকে কাজকর্মের উপর নজরদারি করবেন তাঁর এআই-মন্ত্রী।
কেন এআই-মন্ত্রী? আলবেনিয়ান শব্দ ডায়েলা-র অর্থ সূর্য। ওই নামে এআই-মানবীকে তৈরি করে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডায়েলা এখন মন্ত্রী হিসাবে ‘নিয়োগ’ পেলেও সে আলবেনিয়া সরকারের হয়ে কাজ শুরু করেছে ২০২৫ সালের জানুয়ারি থেকে। তখন তাকে সরকারি ওয়েবসাইটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লাগানো হয়েছিল তাকে। বিভিন্ন সরকারি কাজে নাগরিক পরিষেবা প্রদানের সহায়তা করত ডায়েলা। এআই-মানবীর কাজে একেবারে মুগ্ধ আলবেনিয়ার প্রধানমন্ত্রী। তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘‘ডায়েলার নজরদারিতে প্রতিটি দরপত্র ১০০ শতাংশ স্বচ্ছ এবং দুর্নীতি-মুক্ত হবে। দরপত্র আহ্বান থেকে অর্থ বরাদ্দ করা, কোথাও দুর্নীতি ঢুকতে পারবে না।’’
বস্তুত, সরকারি খাতে দুর্নীতি, মাদক কারবার ইত্যাদি অভিযোগে বহু দিন ধরে বিদ্ধ আলবেনিয়া। রামার আমলে সরকারি দুর্নীতি আকাশ ছুঁয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা। এই প্রেক্ষিতে এআই-চাল দিল রামার মন্ত্রিসভা। এ বার মানুষ না, যন্ত্রের উপর ভরসা করে আলবেনিয়া সরকার জানাচ্ছে, পক্ষপাতিত্ব, ভুল বা দুর্নীতি— ডায়েলার আমলে কোনও কিছুই সম্ভব হবে না।
We hate spam as much as you do