সিঙ্গুরে টাটা মোটরসকে প্রায় ১ হাজার একর কৃষি জমি দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। সপ্তম বামফ্রন্ট সরকার বৃহৎ শিল্পের জন্য এবং কর্মসংস্থানের জন্য টাটাকে গাড়ি কারখানার জন্য জমি দেওয়া হয়েছিল। ভারতীয় জমি আইন নিয়ে উপযুক্ত মূল্য দিয়ে এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। প্রায় কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। কিন্তু মমতা ব্যানার্জীর জমি আন্দোলন ও ক্ষমতা দখলের রাজনীতি সেইসঙ্গে গোটা দেশের ও আন্তর্জাতিক বামবিরোধী শক্তির প্রচেষ্টায় ও কৃষকদের মিথ্যা আতঙ্কের মধ্যে রেখে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছিল। কিন্তু তারপর টাটাদের কারখানা বুলডোজার দিয়ে ভেঙে সেখানে ভেড়ি তৈরি হয়।
সিঙ্গুরে, টাটাকে ৭৬৬ কোটি টাকা ১১% সুদ ফেরতে নির্দেশ রাজ্যকে
30th October 2023
সিঙ্গুর নিয়ে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। এ ব্যাপারে আরব্রিটাল ট্রাইবুনালে মামলা চলছিল। সেই মামলার রায়ে ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে, টাটা গোষ্ঠীকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। শুধু তাই নয়, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই টাকার উপর ১১ শতাংশ হারে সুদও দিতে হবে। ২০১৬ সাল থেকে ইতিমধ্যে ৭ বছর অতিক্রান্ত। এই সাত বছরে সহজ ১১ শতাংশ হারে সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় ১৩৫৫ কোটি টাকা। রাজ্য সরকার যতক্ষণ না ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ এই সুদে গুণে যেতে হবে।
অর্থাৎ সিঙ্গুরে টাটারা বিনিয়োগ করেও যে শেষমেশ কারখানা চালু করতে পারেনি সেজন্য প্রায় দেড় হাজার কোটি টাকা গুণাগার দিতে হবে অর্থংসকটে দীর্ণ নবান্নকে।
টাটা যে ট্রাইবুনালে জিতেছে তা তারাই স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে। তাতে বলা হয়েছে, ট্রাইবুনালের তিন সদস্যের বেঞ্চ সর্বসম্মত ভাবে তাদের পক্ষে রায় দিয়েছে। টাটা মোটরস লিমিটেড এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (West Bengal Industrial Development Corporation Limited - WBIDC) মধ্যে এই মামলা চলছিল। টাটার বক্তব্য ছিল, সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরি করতে গিয়ে তাদের মূলধন খাতে প্রভূত ক্ষতি হয়েছে। এই ক্ষতির দায় রাজ্য সরকারের।
এই মামলায় টাটা গোষ্ঠী শুধু জেতেনি, মামলা লড়ার খরচ বাবদও ১ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে তারা। তবে টাটা মোটরস স্টক এক্সচেঞ্জে যে ফাইলিং করেছে তাতে স্পষ্ট নয় যে ৭৬৬ কোটি টাকার উপর ৭ বছর ধরে ১১ শতাংশ হারে তারা সরল সুদে ফেরত পাবেন না কমপাউন্ড ইন্টারেস্ট দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে।
সিঙ্গুরে টাটা মোটরসকে প্রায় ১ হাজার একর কৃষি জমি দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। সপ্তম বামফ্রন্ট সরকার বৃহৎ শিল্পের জন্য এবং কর্মসংস্থানের জন্য টাটাকে গাড়ি কারখানার জন্য জমি দেওয়া হয়েছিল। ভারতীয় জমি আইন নিয়ে উপযুক্ত মূল্য দিয়ে এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। প্রায় কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। কিন্তু মমতা ব্যানার্জীর জমি আন্দোলন ও ক্ষমতা দখলের রাজনীতি সেইসঙ্গে গোটা দেশের ও আন্তর্জাতিক বামবিরোধী শক্তির প্রচেষ্টায় ও কৃষকদের মিথ্যা আতঙ্কের মধ্যে রেখে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছিল। কিন্তু তারপর টাটাদের কারখানা বুলডোজার দিয়ে ভেঙে সেখানে ভেড়ি তৈরি হয়।
সোমবার ট্রাইবুনালের রায়ের পর প্রবীণ এক বাম নেতা বলেন, বুদ্ধদেব বাবু রাজ্যে শিল্প আনতে চেয়েছিলেন।
We hate spam as much as you do