আইরেকি হ্যাসল দ্বিতীয় মহিলা যিনি চিলির রাজধানী সান্টিয়াগোর মেয়র নির্বাচিত হলেন। ১৯৯০ তে অগাস্তো পিনোচেত এর একনায়কতন্ত্র কায়েম হবার পর এই প্রথম কোনো কমিউনিস্ট এই পদে এলেন।
সান্টিয়াগো মেয়র অফিস জিতল কমিউনিস্ট পার্টি ।
আইরেকি হ্যাসল দ্বিতীয় মহিলা যিনি চিলির রাজধানী সান্টিয়াগোর মেয়র নির্বাচিত হলেন। ১৯৯০ তে অগাস্তো পিনোচেত এর একনায়কতন্ত্র কায়েম হবার পর এই প্রথম কোনো কমিউনিস্ট এই পদে এলেন।
চিলি কমিউনিস্ট পার্টি (pc) সদস্য প্রার্থী ছিলেন আইরেসি হ্যাসলার । তিনি ৩৮.৮ % ভোট পেয়ে এই আসনে জিতলেন। তিনি সিটিজেন প্রাইমারির সান্টিয়াগোর কনসটিটিউয়েন্ট মেয়রালিটি প্লাটফর্ম এর পক্ষ থেকে প্রার্থী ছিলেন। যা প্রায় ৫০টা সামাজিক, রাজনৈতিক, এবং নারী অধিকার সংক্রান্ত সংগঠনকে একই মঞ্চে নিয়ে এসেছে।
তার প্রতিদ্বন্দ্বী ছিল সান্টিয়াগোর মেয়র ফিলিপি অ্যালেসান্দ্রি সহ আরো চারজন ।
এই জয় নিঃসন্দেহে চিলির কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ।
We hate spam as much as you do