আমেরিকার গনতান্ত্রিক সমাজতান্ত্রিকরা ওয়ালটনকে সমর্থন করেছেন। দাবী ছিল সীমিত দামের মধ্যে বাড়ি, স্বাস্থ্য পরিষেবা, এবং ক্রিমিনাল বিচার ব্যবস্থার সংস্কার।
সমাজতন্ত্রী ইন্ডিয়া ওয়ালটন ৫০ বছর পর আমেরিকার এক শহরে মেয়র হলেন
১৯৬০ সালের পর এই প্রথম আমেরিকার একটি শহরের মেয়র পদে নির্বাচিত হলেন সমাজতন্ত্রীরা। ইন্ডিয়া ওয়ালটন আমেরিকার বুফালো শহরের মেয়র নির্বাচিত হলেন। তিনি বুফালো শহরের গত ৪ বারের মেয়র বায়রন ব্রাউনকে হারিয়ে জিতলেন।
ইন্ডিয়া ওয়ালটন একজন সমাজতান্ত্রিক কমিউনিটি কর্মী। বুফালো শহরের শহরের মেয়র নির্বাচিত হলেন। ৩৮ বছর বয়স্ক নার্স এবং ইউনিয়ন লিডার জয় ছিনিয়ে আনলেন মেয়র রায়রন ব্রাউনকে হারিয়ে। আমেরিকার গনতান্ত্রিক সমাজতান্ত্রিকরা ওয়ালটনকে সমর্থন করেছেন। দাবী ছিল সীমিত দামের মধ্যে বাড়ি, স্বাস্থ্য পরিষেবা, এবং ক্রিমিনাল বিচার ব্যবস্থার সংস্কার।
বাফেলোর প্রথম মহিলা মেয়র হিসেবে তিনিই আসছেন নভেম্বরে সাধারন নিরবাচনের পর, যেহেতু তার বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী দেয়নি ।
গত মঙ্গলবার রাতে ওয়ালটনকে জয়ী ঘোষনা করা হয়।
ওয়ালটন বলেন "ভালো কাজের জন্য বিদ্রোহী ও বিপ্লবীদের এটা একটা যৌথ দল। এদের একটা উচ্চ দৃষ্টিভঙ্গি আছে যা দিয়ে নতুন করে শহর টাকে গড়ে তুলতে পারবে।" "আমরা সবাই শ্রমিক। আমরা কাজ করি এবং আমরা মনে করি সরকার ও আমাদের সাথে আমাদের জন্য কাজ করবে। "
মেয়র হবার আগে ব্রাউন একজন জবরদস্ত সেনেট মেম্বার এবং সিটি কাউন্সিল সদস্য ছিলেন।
আর বুফালো শহরের দরিদ্র পিছিয়ে পড়া ঘরের মেয়ে ওয়ালটন ১৪ বছর বয়সে মা হয়েছে। যে হাসপাতালে তার জমজ সন্তান হয় সেখানেই তিনি নার্সিং শেখেন।
কালো চামড়ার এই সমাজতান্ত্রিক মেয়র হলেন ৫০ বছর পর।
We hate spam as much as you do