Tranding

02:55 PM - 01 Dec 2025

Home / Other Districts / নবান্নে অপেক্ষারত মুখ্যমন্ত্রীর কাছে, গেলেন না জুনিয়র ডাক্তাররা

নবান্নে অপেক্ষারত মুখ্যমন্ত্রীর কাছে, গেলেন না জুনিয়র ডাক্তাররা

"আমরা চাইছি আমাদের ৫ দফা দাবি নিয়ে সরকার সদর্থক কোনও বার্তা দিক। স্বাস্থ্যসচিবের ইমেল আইডি থেকে আমাদের কাছে মেল এসেছে। এটাকে সদর্থক ভূমিকা বলে আমরা দেখছি না। যে ভাষায় স্বাস্থ্য সচিবের মেল আইডি থেকে আমাদের কাছে ইমেল এসছে সেটা আমাদের কাছে অপমানজনক। বলা হয়েছে বৈঠকে ছোট্ট একটা দল যেতে পারে। ১০ জনের বেশি যেতে পারবে না। এই ব্যাপারটাকেও আমরা অসম্মানজন বলে মনে করছি।"

নবান্নে অপেক্ষারত মুখ্যমন্ত্রীর কাছে, গেলেন না জুনিয়র ডাক্তাররা

নবান্নে অপেক্ষারত মুখ্যমন্ত্রীর কাছে, গেলেন না জুনিয়র ডাক্তাররা

 10 Sep 2024 


সংঘাত কমার নামই নেই। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠিয়ে নবান্নে ডেকে পাঠানো হয়েছিল। স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন ডাক্তাররা, সেই স্বাস্থ্যসচিবের মেল আইডি থেকেই আন্দোলনকারীদের কাছে নবান্নে যাওয়ার কথা জানিয়ে ইমেল যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কথা শুনবেন বলে তৈরি ছিলেন নবান্নে। সন্ধে ৬.১০ মিনিটে আন্দোলনকারীদের ১০ প্রতিনিধিকে নবান্নে বৈঠকে যেতে বলা হয়েছিল। সেই ইমেলের কোনও উত্তর দেননি জুনিয়র ডাক্তাররা। শেষমেশ মুখ্যমন্ত্রী সন্ধে সাড়ে ৭টায় নবান্ন ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে আন্দোলনকারী চিকিৎসকরা সরকারের বৈঠক-বার্তায় অপমানিত বোধ করেছেন। এর কারণও তাঁরা স্পষ্ট করেছেন।  

সরকারের বৈঠক-বার্তার পর জুনিয়র চিকিৎসকদের বক্তব্য কী? 
"আমরা চাইছি আমাদের ৫ দফা দাবি নিয়ে সরকার সদর্থক কোনও বার্তা দিক। স্বাস্থ্যসচিবের ইমেল আইডি থেকে আমাদের কাছে মেল এসেছে। এটাকে সদর্থক ভূমিকা বলে আমরা দেখছি না।  যে ভাষায় স্বাস্থ্য সচিবের মেল আইডি থেকে আমাদের কাছে ইমেল এসছে সেটা আমাদের কাছে অপমানজনক। বলা হয়েছে বৈঠকে ছোট্ট একটা দল যেতে পারে। ১০ জনের বেশি যেতে পারবে না। এই ব্যাপারটাকেও আমরা অসম্মানজন বলে মনে করছি।"

আন্দোলকারীদের আরও বক্তব্য, "এই ইমেলের উত্তর দেওয়ার জায়গায় আমরা নেই। আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরা আলোচনার পথ খোলা রাখতে চাই। নবান্ন থেকে কোন ইমেল আমাদের কাছে আসেনি। শুধুমাত্র স্বাস্থ্যসচিব তাঁর ইমেল আইডি থেকে আমাদের কাছে মেল পাঠিয়েছেন। রাজ্যের মনোভাব সদর্থক থাকলে আরও নমনীয় হওয়া যেত। অপমানজনকভাবে ডেকে পাঠিয়েছে সরকার, আন্দোলনের ভাবমূর্তিতে ধাক্কা লাগল। আমরা বারবার বলছি, আলোচনার পথ সব সময় খোলা। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান-বিক্ষোভে থাকব।"


স্বাস্থ্যসচিবের পদত্যাগ-সহ ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্ট আজ বিকেল ৫টার মধ্যে তাঁদের কাজে ফিরতে বলেছিল। সেই ডেডলাইন পেরিয়ে গেলেও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা।


স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কী বক্তব্য? 
"আন্দোলন থেকে সরে আসেননি জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী চেয়েছেন কাজে ফিরুন তাঁরা। জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে যাওয়ার অনুরোধ করে ইমেল পাঠানো হয়। মুখ্যমন্ত্রী নিজের চেম্বারে অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রী চেয়েছেন কাজে ফিরুন জুনিয়র চিকিৎসকরা। সন্ধে ৬:১০-এ ইমেল গেছে। আন্দোলনকারীদের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। তাঁরা আসবেন কিনা জানাননি। মুখ্যমন্ত্রী সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গিয়েছেন। আন্দোলনের মূল কারণকে সমর্থন করে রাজ্য সরকার। তবে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। ডাক্তাররা তাঁদের কাজে ফিরুন, মুখ্যমন্ত্রী বারবার সেই অনুরোধ করেছেন। জুনিয়র চিকিৎসকদের ১০ জন প্রতিনিধি চাইলেই আসতে পারেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক পদক্ষেপ করেছেন।"

Your Opinion

We hate spam as much as you do